সুদীপ পাল, বর্ধমানঃ
সম্প্রতি বর্ধমান এবং দুর্গাপুরে দুন এক্সপ্রেস থেকে রেল পুলিশের তৎপরতায় কচ্ছপ উদ্ধার হওয়ার পর পাচারকারীরা তাদের রাস্তা বদলেছে বলে মনে করা হচ্ছে। এখন জাতীয় সড়ক ধরে কচ্ছপ পাচারের চেষ্টা করা হচ্ছে। তার প্রমাণ পাওয়া গেল হাতেনাতে।পাচারের আগেই শক্তিগড়ের বড়শুলের কাছে গাড়ি আটকে ১৯টি বস্তায় রাখা মোট ৫০১টি কচ্ছপ উদ্ধার করল ‘ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরোর’ টিম । বর্ধমানের দায়িত্বে থাকা বনাধিকারিক (দুর্গাপুর) মিলন মণ্ডল বলেন, “বিশেষ সূত্রে খবর পেয়ে কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়েছে।” জানা যায় উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে গাড়ি ভাড়া করে ১৯টি বস্তায় কচ্ছপগুলি নিয়ে আসছিল ধৃতেরা। ধৃত পরিতোষ রায়, অহঙ্কর রায়ের বাড়ি নতুন দিল্লির বিকাশপুরিতে। সম্পর্কে তারা বাবা-ছেলে।
বন দফতরের কর্মীদের নিয়ে গলসির কাছে ‘ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরো’ সংস্থার লোকজন অপেক্ষা করছিল। পাচারকারীদের গাড়ি গলসি পার হতেই তাঁরা গাড়ির পিছু নেন। বড়শুল উড়ালপুলের উপরে গাড়িটি আটকে কচ্ছপ উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে রেল পুলিশের সতর্কতা এবং দুন এক্সপ্রেসে নজরদারি বাড়ানোর ফলে তারা সড়ক পথে পাচারের চেষ্টা করছিল।
আরও পড়ুন: বিজেপির বনধ ঘিরে উত্তপ্ত কেশিয়াড়ী,আক্রান্ত তৃণমূল কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584