পুরুলিয়ার বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে নির্বাচিত তৃণমূলের উত্তরা গোপ

0
142

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

পুরুলিয়া জেলার বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের উত্তরা গোপ। এর আগে বরাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দুজনেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তার ফলে বোর্ডে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ায় ৬ জন ও বিজেপির ৫ জন। এরপর উপপ্রধান পদে অনাস্থা আনা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

Barabazar gram panchayat

গত ১১ অগাস্ট উপপ্রধান পদটি পুনরুদ্ধার করে তৃনমূল। পঞ্চায়েত প্রধান পদটি সংরক্ষিত। বৃহস্পতিবার উপপ্রধান পদে নির্বাচন সম্পন্ন হয়। তৃণমূল সদস্যদের প্রত্যেকের ভোট-ই যায় উত্তরা গোপের পক্ষে। উল্লেখ্য, বিজেপির সব সদস্যই এদিন ভোট দানে বিরত ছিলেন। ফলে তৃণমূল সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান পদে নির্বাচিত হন উত্তরা গোপ।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত ত্রিপুরা, পাঁচটি গণমাধ্যম ও একাধিক সিপিএম পার্টি অফিসে অগ্নিসংযোগ

বরাবাজার থানার পক্ষ থেকে যথেষ্ট পুলিশি নিরাপত্তা থাকলেও আপাত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় উপপ্রধান পদে নির্বাচন প্রক্রিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here