নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা গড়বেতার চমকাইতলা এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন। ওই এলাকার সমস্ত বুথ সভাপতি,পঞ্চায়েত সদস্য ও সদস্যা সহ স্থানীয় অঞ্চল কমিটির মেম্বারদের নিয়ে তিনি নিবার্চনকে সামনে রেখে বিস্তারিত ভাবে আলোচনা করেন।
প্রার্থী চেয়ারে না বসে দলীয় কর্মীদের সাথে মাটিতে বসে আলোচনা করেন। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চলের অঞ্চল সভাপতি বদুরুদ্দিন গায়েন,গড়বেতা এক ব্লক তৃণমূলের সভাপতি সেবাব্রত ঘোষ এবং অঞ্চল ও ব্লকের নেতৃত্ব সহ দলীয় প্রার্থী উত্তরা সিংহ হাজরা।
গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে আলোচনা করেন। তিনি বলেন গড়বেতার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। যা আগামী দিনে প্রমাণিত হবে।
আরও পড়ুনঃ ডোমকলে ভোটের ময়দানে ‘না’ আনিসুরের
গড়বেতায় বিজেপি বলে কোন কিছুই নেই। ভুল করে মানুষ লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল। তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তিনি বলেন, হাজার চেষ্টা করলেও গড়বেতায় বিজেপি জয়লাভ করতে পারবে না।
আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণার পর প্রথম ভগবানগোলায় এলেন ইদ্রিশ আলী
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে গড়বেতার মানুষ তাঁকে আশীর্বাদ করবেন। গড়বেতার প্রতিটি মানুষের কাছে তিনি রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন এবং মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাবেন বলে তিনি জানান। নির্বাচনের প্রচারের প্রথম দিনেই তিনি মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584