নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে জমা দিলেন পদত্যাগ পত্র।আজ বিকেলে বিজেপি বিধায়কদের উপস্থিতিতে এক মিটিং ডাকা হয়েছে। সেখানেই পরবর্তী নেতা নির্বাচন করা হবে।
উত্তরাখণ্ডের আইনসভার সদস্য নন রাওয়াত, মুখ্যমন্ত্রী পদে থাকতে গেলে উপনির্বাচনে জিতে আসতে হবে তাঁকে। মূলত এই মুহূর্তে উপনির্বাচন এড়াতে পদত্যাগ রাওয়াতের। গত তিনদিন ধরেই তিনি দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ব্যস্ত ছিলেন। তা থেকেই আঁচ করা যাচ্ছিল হয়তো পদত্যাগ করবেন তিনি।
আজ বিকেলে বিজেপি বিধায়কদের উপস্থিতি এক মিটিং বাঁকা হয়েছে। সেখানেই পরবর্তী নেতা নির্বাচন করা হবে।
আগের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগের কারণে তাঁকে সরিয়ে তিরথ সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। তবে একের পর এক বেফাঁস মন্তব্য করে বিভিন্ন সময় দলকে সমস্যায় ফেলেছেন তিনিও। তবে মূলত উপনির্বাচন এড়াতেই তাঁর পদত্যাগ। ১০ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাওয়াত, আইনসভার সদস্য না হওয়ায় নিয়ম অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে তাঁকে। সেক্ষেত্রে আগামী ৫ আগস্টের মধ্যে উপনির্বাচনের জন্য বিবৃতি জারি করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু এই মুহূর্তে যে দুটি বিধানসভা কেন্দ্র ফাঁকা রয়েছে তার কোনটিই বিজেপির জন্য নিশ্চিত জয়ের কেন্দ্র নয়। এছাড়া উত্তরাখণ্ডে উপনির্বাচন হলে অন্য রাজ্যগুলিও একই দাবি তুলবে। এমনিতেই উত্তরাখণ্ডে আগামী বছর নির্বাচন, কাজেই আপাতত রাওয়াতকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করলেই সবদিক রক্ষা হয় বিজেপির। সেকারণেই তাঁর পদত্যাগ বলে রাজনৈতিক মহলের অনুমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584