নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ভাটিবাড়ি বাজারে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিতে এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে বাজারে আসা সাড়ে তিনশো জন মানুষের হাতে মাস্ক তুলে দেয় ওই সংগঠনের সদস্যরা।
যদিও এ বিষয়ে সংগঠনের সচিব উৎপল দত্ত বলেন, সংক্রমণ এড়াতে এলাকার সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে এদিন সচেতন করা হয় । পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে সরকারী নির্দেশ মত মাস্ক পরার কথাও বলা হয়। এছাড়াও যাদের মাস্ক নেই, তাদেরকেও এদিন মাস্ক বিতরণ করা হয়।”
আরও পড়ুনঃ নলবনায় আদিবাসী অধ্যুষিত গ্রামের দুঃস্থদের ত্রাণ বিতরণ পান্থপাদপ সোসাইটির
অন্যদিকে কুমারগ্রাম ব্লকের বারবিশা সন্তাল দলের পক্ষ থেকে বারবিশা এলাকায় থাকা মোট আড়াইশো জনের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। শুধু ত্রাণই নয়, এর পাশাপাশি তাঁদের হাতে পঞ্চাশ টাকা করে তুলে দেয় সন্তাল কমিটি।
যদিও এই বিষয়ে সন্তাল দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন কুমার দাস বলেন, “সাধারণ মানুষের পাশে রয়েছি,এবং আমরা আমাদের এই দলের পক্ষ থেকে বারবিশা এলাকার আড়াইশো জন দুঃস্থ পরিবারকে চাল আলু সহ দৈনন্দিন জীবনের কিছু সামগ্রী তুলে দেওয়া হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584