বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার বিভিন্ন দাবি নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যা অভিযান করল সারা ভারত কিষান সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন।এদিন দুপুরে শিলিগুড়ির মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি সুবিশাল মিছিল বের হয়ে উত্তরকন্যার অভিমুখে রওনা হয়।এরপর মিছিলটি তিনবাত্তি মোড় সংলগ্ন একটি বিদ্যালয় এর মাঠে যায় এবং সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক অশোক ধাওয়াল,সিআইএম নেতা অশোক ভট্টাচার্য সহ সিপিএমের নেতৃত্ব। এই উওরকন্যা অভিযানে শিলিগুড়িতে উত্তরের জেলাগুলি থেকে হাজার দশেক মানুষ সমাবেশে যোগ দেন।সম্প্রতি মহারাষ্ট্রে কৃষক আন্দোলন দেশজুড়ে সারা ফেলার পর এদিন ওই আন্দোলনের সফল রূপকারকে সামনে রাখল শিলিগুড়ি। অপরদিকে সমাবেশে যোগ দিয়ে অশোক ধাওয়াল বলেন যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লিতে কৃষকদের জন্য বাস্তবে কিছুই করছেন না।বঞ্চিত কৃষক।এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের লড়াই কৃষক থেকে শুরু করে অন্যান্য শ্রমিকদের নিয়েও।এর জন্য তাদের এই সমাবেশ।অন্যদিকে এদিন মতায়ন করা হয়েছে ছিল বিশাল পরিমাণ পুলিশ বাহিনী।
আরও পড়ুন: গর্ভধারিণীকে গলাধাক্কা,আশ্রয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584