২০ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ১৩ বছরের ছেলের সামনেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ যুগল

0
81

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

২০ বছর ধরে একসঙ্গে ছিলেন। লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। এখন একজনের বয়স ষাট আর একজনের পঞ্চান্ন বছর। রয়েছে তাঁদের ১৩ বছরের ছেলেও। সম্প্রতি বিয়ে করেছেন উত্তরপ্রদেশর এই বৃদ্ধ যুগল। ২০ বছর পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বছর ষাটের নারায়ণ রাইদাস ও পঞ্চান্ন বছরের রামরতি। পরিণতি পেল তাঁদের দু’দশকের ভালবাসার সম্পর্ক। নবদম্পতির এই বিয়ের সাক্ষী থাকলেন তাঁদেরই একমাত্র সন্তান।

Wedding
প্রতীকী চিত্র

২০০১-এ নারায়ণের সঙ্গে রামরতির প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকেই শুরু হয় তাঁদের পথচলা। দু’জনেরই পরিবারের কোনও সদস্য না থাকায়, নারায়ণ এবং রামরতি একসঙ্গে থাকা শুরু করেন। লিভ ইন সম্পর্কে থেকে ২০ টা বছর কাটিয়ে দিল তাঁরা।

বছর ২০ আগে উন্নাওয়ের রসুলপুর রুরি গ্রামে তাঁরা একসঙ্গে বসবাস করা শুরু করেন। দু’জনেই চাষের কাজ করে সংসার চালাতেন। একে অপরকে বিয়ে না করে একসঙ্গে থাকার জন্য প্রতি দিন গ্রামবাসীদের গঞ্জনা এবং লাঞ্ছনার শিকার হতে হতো নারায়ণদের। কিন্তু তাঁদের ভালবাসার কাছে সেই গঞ্জনা, লাঞ্ছনা যেন তুচ্ছ ছিল। সবকিছু সহ্য করেছেন কিন্তু ছেড়ে যাননি। একে অপরের সঙ্গ দিয়ে গিয়েছেন দু’দশক ধরে। তাঁদের ১৩ বছরের একটি ছেলেও আছে। নাম অজয়।

আরও পড়ুনঃ গাড়ি থেকে উদ্ধার পর্ণস্টারের রক্তাক্ত দেহ

বৃদ্ধ যুগলকে প্রতিনিয়ত গঞ্জনার শিকার হতে দেখে গ্রামপ্রধান রমেশ কুমার, সমাজকর্মী ধর্মেন্দ্র বাজপেয়ী এবং সুনীল পাল, নারায়ণ ও রামরতিকে বিয়ে করার পরামর্শ দেন। গ্রামপ্রধান বিয়ের সব খরচ বহন করার আশ্বাসও দেন। শেষমেশ বিয়েতে রাজি হয়ে যান নারায়ণ-রামরতি। অবশেষে শুভ পরিণয় সুসম্পন্ন হয় বৃদ্ধ যুগলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here