নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
শনিবার মুর্শিদাবাদ জেলায় নির্দেশিকা মেনে করোনা টিকাদান কর্মসূচি শুরু হল। জেলায় এদিন মোট ১ হাজার ৩০০ জন স্বাস্থ্যকর্মীকে করােনার ভ্যাকসিন দেওয়া হবে। এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে প্রথমে টিকাকরণ পর্বের সূচনা করা হয়।
মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০০ জনকে প্রথম দিনের টিকা দেওয়া হবে । একজন সাফাই কর্মীকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে সম্মানিত করা হয় প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে ।প্রথম ধাপে ১৩টি জায়গায় টিকাকরণের কাজ শুরু করা হয়েছে। যেসব স্বাস্থ্য কর্মীদের প্রথম দিন টিকা দেওয়া হবে তাঁদের মােবাইলে মেসেজ আগেই পাঠানাে হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ৩৭ হাজার ৫০০টি ভ্যাকসিনের ডােজ এসেছে। তা প্রথমে স্টোর রুমে রাখা হয়েছিল। সেখান থেকে কোল্ড চেইন পয়েন্টে ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে।এক একজনের টিকাকরণ পর্ব শেষ হতে প্রায় এক ঘন্টা সময় লাগবে। টিকা দেওয়ার পর প্রায় আধ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে।
আরও পড়ুনঃ বালুরঘাটে টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক
কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা তা দেখার জন্য আর তা যদি দেখা দেয় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে ৷জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, মুর্শিদাবাদে এখনও পর্যন্ত ১০ হাজার ৭৮৬ জন করােনা আক্রান্ত হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584