শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

সারা রাজ্য জুড়েই বাচ্চাদের রোটা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে রোটাভাইরাসকে প্রতিরোধ করতে টিকা করন কর্মসুচী শুরু হয়েছে।
তার অংশ হিসেবেই আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রোটাভাইরাস টিকা করন কর্মসুচীর সুচনা হল। জেলা শাসক নিখিল নির্মলের উপস্থিতিতে তারই মুল উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল বালুরঘাট হাসপাতালের মাতৃমঙ্গলে।

এই অনুষ্ঠানে জেলা শাসক নিখিল নির্মল ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রনব কুমার ঘোষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে একটি শিশুকে জেলাশাসক নিজে হাতে টিকা করন করিয়ে জেলাব্যাপী রোটাভাইরাস টিকাকরন কর্মসূচীর শুভ সুচনা করেন।
আরও পড়ুনঃ দিঘার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এই বিষয়ে জেলাশাসক বলেন রাজ্য জুড়ে রোটাভাইরাস টিকা করন কর্মসুচী চলছে আজ আমাদের জেলায় এই কর্মসুচীর সুচনা হল। জেলার প্রতিটি হাসপাতাল এই প্রোগ্রাম হচ্ছে ব্লক গুলোতেও এই প্রোগ্রাম হচ্ছে বিডিওরা সেখানে উপস্থিত আছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584