Covid Vaccine: এবার গুগলের মাধ্যমেই হবে ভ্যাকসিনের স্লট বুকিং

0
78

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই টিকাকরণে জোর দিচ্ছে গোটা দেশ। আর তাই টিকাকরণ কেন্দ্রে লাইন কম পড়ছে না। আগে থেকে বুকিং করতে হচ্ছে ভ্যাকসিনের স্লট। এবার থেকে ভ্যাকসিনের স্লট বুকিং আরও সহজ। গুগল মাধ্যমেই হবে বুকিং। বুধবার সেই নিয়ম জানিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

covid vaccine price
প্রতীকী চিত্র

ভারতে প্রথম থেকে যে নিয়মে স্লট বুকিং করা হচ্ছে, তা কো-উইন অ্যাপের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের তৈরি ওই অ্যাপে গিয়ে স্লট বুক করতে হয়। নিয়মের জেরে অনেকেই ভ্যাকসিন নিতে চইছেন না। পরে অবশ্য স্লট বুকিং-এর নিয়ম আরও সহজ করার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে কেন্দ্রের তরফে।

এবার স্লট বুকিং পদ্ধতি হল আরও সহজ। গুগলের মাধ্যমেই স্লট বুক করা যাবে। দেশের অন্তত ১৩ হাজারটি জায়গায় স্লট বুকিং করা যাবে এই পদ্ধতিতে। শুধু গুগল সার্চ নয়, গুগল ম্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেও ভ্যাকসিনের স্লট বুক করা যাবে। কো-উইন থেকে তথ্য নিয়ে গুগল ভ্যাকসিন সেন্টার ও সময় খুঁজে নিতে সাহায্য করবে।

আরও পড়ুনঃ গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত ও গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোকঃ এলাহাবাদ হাইকোর্ট

এ দিন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে জানিয়েছেন, প্রথমে গুগল সার্চে গিয়ে লিখতে হবে ‘covid vaccine near me’। এরপর স্লট খুঁজে নিয়ে ‘Book Appointment’ অপশনে গিয়ে স্লট বুক করতে হবে। শুধু ইংরেজিতে নয়, ভারতের মোট আটটি ভাষায় সার্চ করা যাবে বলে জানিয়েছেন তিনি। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, গুজরাটি ও মারাঠি ভাষায় সার্চ করা যাবে। শুধু ভ্যাকসিন সেন্টার নয়, কোন ভ্যাকসিন, কোন ডোজ, কত দাম, সে সব তথ্যও পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here