শ্যামল রায়,পূর্বস্থলীঃ
আদিবাসীদের বসবাস পূর্বস্থলী১ ব্লকের অধীন দক্ষিণবাটি গ্রামে ভাদু মাতা পুজো শুরু হয়েছে।মঙ্গলবার ভাদু মাতা পুজো উপলক্ষে ছিল অধিবাস।অধিবাস উপলক্ষে ভাদু মাতাকে দই আর খই দিয়ে ভোগ প্রদান করা হয়।এলাকার কয়েকশো ভক্ত এই প্রসাদ গ্রহণ করে বলে জানা গেছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে ৩০ বছর আগে এই ভাদু মাতার পুজোর সূচনা হয়।এই পুজো একমাত্র আদিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ বলে জানা গিয়েছে।হারাধন সাঁতরা বিভূতি রঞ্জন সাঁতরা উদয় সাঁতরা প্রথমেই সূচনা করে বলে এলাকার বাসিন্দাদের কথা।স্থানীয় বাসিন্দাদের আরো অভিমত যে ভাদু মাতা স্মরণে যদি কেউ কোন মনের ইচ্ছা প্রকাশ করার জন্য তার কাছে মানত করে তাহলে মনোবাসনা পূর্ণ হয় বলে ভরসা এবং বিশ্বাস করেন তারা।

তাই ভাদু মাতা পুজো উপলক্ষে এলাকায় বসেছে মেলা।চলবে আরো দুই দিন।
মঙ্গলবার অধিবাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অন্যতম সহযোগী ব্যক্তিত্ব মনীষা বিশ্বাস ও কিশোর চক্রবর্তী।
মনীষা বিশ্বাস বলেন ভাদু মাতা পুজো ঘিরে এলাকার বাসিন্দারা অংশ গ্রহণ করেছে এবং অধিকাংশ মহিলারাই এই পুজোয় সামিল হয়েছেন।বাদুর মাতা পূজা উপলক্ষে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ এবং প্রসাদ দেওয়া হয়েছে।এদিন সন্ধ্যায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের ঢল নেমেছিল।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াল বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584