নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
থ্যালাসেমিয়া রোগের রক্ত পরীক্ষাকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্ৰহণ করল পেশায় ভ্যান চালক শ্যামা প্রসাদ দত্ত রায়। আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ির বাসিন্দা পেশায় ভ্যান চালক শ্যামাপ্রসাদ দত্ত রায় বহু বছর থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রচার চালিয়ে যাচ্ছেন।
যে কোনো অনুষ্ঠান যে কোনো মেলা সব জায়গায় দেখা মিলবে শ্যামাপ্রসাদ বাবুকে। তিনি জনগণের মধ্যে প্রচার চালিয়ে যান, তার একটাই লক্ষ্য থ্যালাসেমিয়া মুক্ত সমাজ ও থ্যালাসেমিয়া মুক্ত দেশ। এই শ্যামাপ্রসাদ বাবু থ্যালাসেমিয়া রোগের রক্ত পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্ৰহণ করেছে সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং নিজের দুই ডেসিমেল জায়গার উপর এই রক্ত পরীক্ষা কেন্দ্রের শিলান্যাস করলেন আজ তিনি।
আরও পড়ুনঃ অবশেষে চালু বাস পরিষেবা
শ্যামাপ্রসাদ বাবু জানান যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শুধু থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা হয় কিন্ত কুমারগ্ৰাম ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আলিপুরদুয়ার জেলাতে যেতে সমস্যা হয় জনগণের তাই এলাকা বাসীদের জন্য তিনি কামাক্ষাগুড়িতে থ্যালাসেমিয়া রোগের রক্ত পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্ৰহণ করেছেন।
শ্যামাপ্রসাদ বাবু জানান আমি জানিনা কি ভাবে কেন্দ্র গড়ে উঠবে, কিন্ত নিজের জমির উপর এই কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584