পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইসলামপুর হাসপাতালে ভাঙচুর উত্তেজনা দেখা দিল।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ইসলামপুর থানার পুলিশ।
পুলিশের বিরুদ্ধে ও চিকিৎসা করাতে আসা রোগীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে,বৃহস্পতিবার বিকাল নাগাদ ইসলামপুরের জীবন মোড় এলাকায় রাজ্য সড়কে মোটর বাইক স্কুটি দুর্ঘটনায় জখম হন ইসলামপুর বস্তির বাসিন্দা রমজান আলী যখন রমজানকে নিয়ে তার বন্ধুরা ইসলামপুর হাসপাতাল এ পৌছায় চিকিৎসককে বারবার বলা হলেও তিনি চিকিৎসা করতে দেরি করেন বলে জখমের অভিযোগ।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আহতর বন্ধুরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ইসলামপুর থানার টাউন বাবুর বিরুদ্ধে যখন রমজান আলীকে মারধর করার অভিযোগ উঠে।
আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তপ্ত মল্লারপুর
যদিও পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনার জেরে ইসলামপুর থানার পুলিশ মোহাম্মদ সাহেব ও নূর হোসেন নামে দুই ব্যক্তিকে হাসপাতালে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584