হেঁটে হাসপাতালে ভর্তি হওয়া রুগী মারা যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা ভাঙল হাসপাতাল

0
157

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Vandalism hospital due to death of a patient
নিজস্ব চিত্র

বেসরকারি হাসপাতালে রুগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার নোদাখালি থানার ডোঙ্গারিয়ার মোড়ে।ভুল চিকিৎসায় রুগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতাল ভাঙচুর করে পরিবারের আত্মীয়রা।

Vandalism hospital due to death of a patient
নিজস্ব চিত্র

ঘটনার প্রকাশ এই যে,চালগোলার বাসিন্দা সুনীল দাস গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বুকে ব্যাথা নিয়ে স্থানীয় বেসরকারি এই হাসপাতালে ভর্তি হন।প্রথমে ইসিজি করে তারপর আইসিইউতে ভর্তি করা হয়।

Vandalism hospital due to death of a patient
মৃত সুনীল দাসের পরিচয় পত্র।নিজস্ব চিত্র

পরবর্তীতে আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে,তাদের রুগী মারা গেছে।রুগীর পরিবারের বক্তব্য রুগী সুনীল দাস হেঁটে হাসপাতালে ভর্তি হল তারপর কি এমন ঘটল যাতে সে মারা গেল।

Vandalism hospital due to death of a patient
স্বামীর হারানোর শোকে কাতর স্ত্রী স্বপ্না দাস।নিজস্ব চিত্র

একই সাথে তাদের অভিযোগ এই টাকা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কোন চিকিৎসা না করিয়ে আইসিইউতে ফেলে রেখেছে যার কারনে সুনীল বাবু মারা গেছে।

আরও পড়ুনঃ রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতাল ভাঙচুর

Vandalism hospital due to death of a patient
পিতা হারানো শোকে কাতর কন্যা সঙ্গীতা দাস।নিজস্ব চিত্র

মৃত সুনীল দাস পেশায় ঘড়ি ব্যবসায়ী ডোঙ্গারিয়া মোড়েই সুনীল বাবুর ঘড়ির দোকান।তার মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালে ভাঙচুর চালায়।পরিস্থিতি সামলাতে ছুটে আসে নোদাখালি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here