সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বেসরকারি হাসপাতালে রুগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার নোদাখালি থানার ডোঙ্গারিয়ার মোড়ে।ভুল চিকিৎসায় রুগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতাল ভাঙচুর করে পরিবারের আত্মীয়রা।
ঘটনার প্রকাশ এই যে,চালগোলার বাসিন্দা সুনীল দাস গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বুকে ব্যাথা নিয়ে স্থানীয় বেসরকারি এই হাসপাতালে ভর্তি হন।প্রথমে ইসিজি করে তারপর আইসিইউতে ভর্তি করা হয়।
পরবর্তীতে আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে,তাদের রুগী মারা গেছে।রুগীর পরিবারের বক্তব্য রুগী সুনীল দাস হেঁটে হাসপাতালে ভর্তি হল তারপর কি এমন ঘটল যাতে সে মারা গেল।
একই সাথে তাদের অভিযোগ এই টাকা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কোন চিকিৎসা না করিয়ে আইসিইউতে ফেলে রেখেছে যার কারনে সুনীল বাবু মারা গেছে।
আরও পড়ুনঃ রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতাল ভাঙচুর
মৃত সুনীল দাস পেশায় ঘড়ি ব্যবসায়ী ডোঙ্গারিয়া মোড়েই সুনীল বাবুর ঘড়ির দোকান।তার মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালে ভাঙচুর চালায়।পরিস্থিতি সামলাতে ছুটে আসে নোদাখালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584