শ্যামল রায়,কালনাঃ
কালনায় একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে,এই অভিযোগ এনে রোগীর পরিবারের লোক জনেরা নার্সিংহোমে ভাঙচুর করে বলে অভিযোগ।এছাড়াও নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।পরিস্থিতি সামাল দিতে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।পুলিশ আসার পর পরিস্থিতি আরও গরম হয়ে যায়।পুলিশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এমনটাই দাবি স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত রোগীর নাম হুমায়ুন মোল্লা কবির (৩৫)।তার বাড়ি কালনা এলাকায়।আরো জানা গিয়েছে যে হুমায়ুন মোল্লা কবির ফিশ্চুলা রোগে আক্রান্ত হয়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।রবিবার রাতে বিশিষ্ট চিকিৎসক পি এন দত্ত অপারেশন করান। রোগীর অবস্থা সঙ্কটজনক হওয়ার কারণে কলকাতা কেপিসি চিকিৎসাকেন্দ্রে রেফার করে দেওয়া হয়।কলকাতাতে রোগীর মৃত্যু হয় রাতে। সোমবার কলকাতা থেকে মৃতদেহ ফিরিয়ে এনে কালনা বেসরকারি নার্সিংহোমে সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের লোক জনেরা। রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে।উত্তেজিত জনতা নার্সিংহোম ভাঙচুর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ মোদি ও সিবিআই এর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তারা ওই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন এবং তদন্তের দাবি জানাবেন।
যদিও ওই নার্সিংহোম তরফ থেকে জানানো হয়েছে যে ভুল চিকিৎসায় মৃত্যু হয়নি।রোগীর পরিবারের লোকজন অযথা নার্সিংহোম ভাঙচুর করে এবং নার্সিংহোমে কর্মীদের উপর হামলা চালায় বলে কর্তৃপক্ষের দাবি।গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584