হরষিত সিংহ,মালদহঃ
বিনা চিকিৎসায শিশু় মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর ও হাসপাতাল কর্মীদের মারধোর করার অভিযোগ উঠল পরিবার ও স্থানীয়দের বিরুদ্ধে।বুধবার মালদহের হরিশচন্দ্রপুর থানার মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা।পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গিয়েছে,মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রাণীনগরের বাসিন্দা জাহাঙ্গীর আলমের এক মাস দশ দিনের শিশু পুত্রকে মঙ্গলবার মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে আসে।অভিযোগ এদিন কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভালোভাবে না দেখেই ছেড়ে দেন। বুধবার ফের অসুস্থ হয়ে পড়লে সকালে জামির আক্তার নামে এই ছোট্ট শিশুটি আবার এই হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে এসে শিশুটির আত্মীয়রা দেখেন চিকিৎসকেরা ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত। এরপরেও বিভিন্ন আছিলায় প্রায় দু’ঘণ্টা ধরে শিশুটিকে হাসপাতালে কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ।পরে শিশুটির মৃত্যু হলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন এবং রোগীর আত্মীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা বলে অভিযোগ।এমনকি স্বাস্থ্য কর্মীদের মারধরের অভিযোগ ওঠে।
আতঙ্কে হাসপাতালের নার্সরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।পরে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা রয়েছে।যদিও হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী কর্তৃপক্ষের। কর্মরত চিকিৎসক সুরজিত কুমার বলেন, শিশুটির প্রচন্ড শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে চাঁচল মহাকুমা হাসপাতালে রেফার করা হয়।কিন্তু পরিবারের লোকেরা প্রায় ত্রিশমিনিট পর শিশুটিকে পূনরায় মৃত আবস্থায় ফিরিয়ে নিয়ে আসে।মহাকুমা হাসপাতালে নিয়ে যেতে দেরি করায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান ওই চিকিৎসকের।তবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। চিকিৎসকেরা আধিকাংশ সময় প্রাইভেটে প্র্যাক্টিসে ব্যস্ত।তাই তারা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবী তুলেছেন।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584