মনিরুল হক,কোচবিহারঃ
নিশীথ প্রামাণিক অনুগামীদের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের মাদার গোষ্ঠীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের ৪নং বাজার এলাকায়।নিশীথ অনুগামীদের দাবী,সোমবার ১টা নাগাদ পানিশালা অঞ্চলের তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী ৪নং বাজার পার্টি অফিসের ভিতরে ঢুকে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি ও বিভিন্ন ফ্লেক্স ছিঁড়ে ফেলে এবং চেয়ার, টেবিল, ফ্যান ভেঙ্গে দেয় বলে অভিযোগ।যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।
যুব নেতা আশরাফ আলি বলেন, “আমরা তৃণমূল যুব কংগ্রেস করি।আমাদের নেতা নিশীথ প্রামাণিক। তাকে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহিষ্কার করেছে।তারপর থেকে সাংসদের অনুগামী ও মাদার তৃণমূল কংগ্রেসের আশ্রিত কিছু দুষ্কৃতী ওই পার্টি অফিসের যাবতীয় জিনিস ভেঙ্গে চুরমার করবে তা আমরা কোন ভাবে মেনে নিতে পারি না। পার্টি অফিস বানান হয়েছে দলের কর্মীদের বসার জন্য। সেটাই যদি ভেঙ্গে দেওয়া হয়, তাহলে এর থেকে নোংরা রাজনীতি আর কি হতে পারে।”
যদিও ওই অভিযোগ অস্বীকার করে কোচবিহার ১ নং ব্লকের তৃণমূল কংগ্রসের কার্যকারী সভাপতি আজিজুল হক বলেন, “এই ধরনের কোন ঘটনা এখন পর্যন্ত আমি শুনি নি।কে বা কারা কার পার্টি অফিস ভাঙচুর করেছে সেটা অজানা। তবে আমি এটুকু বলতে পারি যে ওই ঘটনার সাথে আমাদের তৃণমূলের কোন কর্মী যুক্ত নয়।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিককে কোচবিহার জেলার সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় দলের যুব সংগঠনের পদ থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহিষ্কার করেছে।এই ঘটনা কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটেই চলেছে।তার জেরে এই ধরনের ঘটনা ঘোটেই চলেছে বলে বিভিন্ন মহলের ধারনা।
আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত দুই.
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584