মনিরুল হক,কোচবিহারঃ
ভেটাগুড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের নির্বাচনী সভা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে দিনহাটা থানার পুলিশ।জানা গিয়েছে,আজ ভেটাগুড়ি ফুটবল মাঠে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার নির্বাচনী প্রচার সভা হওয়ার কথা ছিল। সেই সভায় তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ সহ দিনহাটার বিধায়ক,সিতায়ের বিধায়ক ও দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সভা করার কথা ছিল কিন্তু সভার আগের রাতে গোটা সভা মঞ্চ ভেঙে পাশের ডোবায় ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
আজ সকালে মঞ্চ ভাঙার ঘটনাটি নজরে আসে স্থানীয় তৃণমূল কর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। জানা গিয়েছে, আজ ভেটাগুড়ি ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার নির্বাচনী সভা আজ রবিবার বিকেলে হওয়ার কথা ছিল।সেই মোতাবেক কমিশনের অনুমতি নিয়ে ভেটাগুড়ি ফুটবল মাঠে গতকালেই সভা মঞ্চ তৈরির কাজ শেষ করা হয়। কিন্তু রাতের অন্ধকরে তৃণমূলের সেই সভা মঞ্চ ভেঙে ফেলা হয়। অভিযোগ করা হয়েছে, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সভামঞ্চ ভাঙচুর করে সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করছে।
এই ঘটনা নিয়ে কোচবিহার তৃনমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ভেটাগুড়ির ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। বিজেপি পরিকল্পিত ভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। ভেটাগুড়ির ঘটনার খোঁজ খবর নিয়ে প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।”
দিনহাটার বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, “বিজেপির গুন্ডারা রাতের অন্ধকারে আমাদের সভা মঞ্চ ভেঙে দিয়ে সভাকে পন্ড করার চেষ্টা করছে কিন্তু আজ আমাদের সভা সেখানে হবেই। বিজেপির গুন্ডারা শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।”
ওই ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা বলেন,“ভেটাগুড়ির ঘটনা সম্পর্কে এখনও কিছু জানি না।তবে আমাদের প্রার্থীকে যেভাবে তৃনমূল আক্রমণ করছে,আমাদের নেতা কর্মীদের উপর তৃণমূলী দুষ্কৃতীরা যেভাবে বাধা প্রদান করছে, সেখানে বিজেপির কেউ গিয়ে তৃনমূলের সভা মঞ্চ ভেঙে দেবে এটা সাধারণ মানুষ বিশ্বাস করবে না।ভেটাগুড়ির ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা তৃনমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই হয়েছে।”
আরও পড়ুনঃ ভারতীর প্রচার গাড়িতে হামলা,মারধরের অভিযোগ নির্বাচন এজেন্টকে
বিজেপির কোচবিহার জেলার সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মন বলেন,“পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই তৃণমূলের যুব-মাদার গোষ্ঠি সংঘর্ষ লেগেই রয়েছে।ভেটাগুড়ির ঘটনা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।তৃণমূলের অন্তরদ্বন্দ্ব আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584