খড়গপুরে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

0
74

নিজস্ব সংবাদদাতা,খড়গপুরঃ

vandalism store
নিজস্ব চিত্র

উনিশ বছরের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল খড়গপুর গ্রামীন থানার মাদপুর ঘাট সংলগ্ন বলরামপুর এলাকা। মৃত ছাত্রের পরিবার ও প্রতিবেশীরা দোকানপাট ভাঙচুর করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য মঙ্গলবার রাতে মাদপুর মেলা থেকে মেদিনীপুর কোতোয়ালি থানার বেনাডিহি গ্রামে বাইকে করে ফিরছিল মহম্মদ শাহ আলম নামের উচ্চমাধ্যমিক পাশ করা ওই ছাত্র ও তার দুই বন্ধু।বলরামপুরবাসীদের দাবি মাদপুর ঘাটের মুখে দোকানবন্ধ করে বাড়ির অভিমুখে যাওয়া এক ব্যক্তিকে ধাক্কা মারে বাইকটি।ঘটনাস্থলে পড়ে গিয়ে আহত হয় ওই ছাত্র।এই অবস্থায় তাকে ফেলে পালায় তার বন্ধুরা।বলরামপুরবাসীরাই তাকে উদ্ধার করে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করে ।পরেরদিন অর্থাৎ বুধবার তার বাড়ির লোকেরা তাকে নিয়ে গিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করে।পরে ছাত্রটি মারা গেলে বেনাডিহির বাসিন্দারা বৃহস্পতিবার সকালে এসে ভাঙচুর চালায় ১০-১২টি দোকনে।

vandalism store 2
দোকান ভাঙচুর। নিজস্ব চিত্র

তাদের তাণ্ডবে আহত হয় এক মহিলাও।পাল্টা বেনাডিহির বাসিন্দাদের অভিযোগ,দুর্ঘটনায় ছাত্রের কিছুই হয়নি । স্থানীয়রাই তাকে বেধড়ক পেটায় এবং মারের চোটে জ্ঞান হারালে তাকে নার্সিংহোমে ভর্তি করে, ভয় পেয়ে।বাড়ির লোকেরা তাকে মেদিনীপুর মেডিক্যাল এবং পরে কলকাতার নীলরতন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রাতে মৃত্যু হয় তার।বেনাডিহির বাসিন্দারা আরও দাবি করেছেন এরই প্রতিবাদ করতে তাঁরা বলরামপুর গিয়েছিলেন।খুনের দায় এড়াতেই নিজেরাই নিজেদের দোকান ভাঙচুর করেছেন।

আরও পড়ুনঃ স্কুলে পর্যাপ্ত শিক্ষিকার অভাবের জন্য অভিভাবকদের বিক্ষোভ

এদিকে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কয়েক ঘন্টা পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here