নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর লুঠপাট করার অভিযোগ, অভিযোগের তীর বিজেপির দিকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সোয়াদীঘি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সেখ সইদুলের বাড়িতে।
অভিযোগ গতকাল সন্ধ্যা়তে ভাঙচুর চালায় ওই গ্রামেরই বিজেপি নেত্রী সেখ মানোয়ারা বিবি।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল নেতার অভিযোগ, গতকাল সন্ধ্যার সময় সদ্য বিজেপিতে যোগ দেওয়া মানোয়ারা বিবি তার লোকজনদের সঙ্গে নিয়ে সইদুলের বাড়িতে বিজেপির পতাকা ঝোলাতে যায় ও তৃণমূল নেতা সইদুলকে জোর করে জয় শ্রীরাম বলতে বলে। জয়শ্রীরাম না বলাই আর বাড়িতে পতাকা বাঁধতে বাধা দেওয়াই বাড়ি ভাঙচুর করে লুঠপাট চালাই। বাড়ির সমস্ত সিসিটিভি ভেঙে দেওয়া হয়।
অভিযুক্ত মানোয়ারা বিবি সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এই ভাঙচুর এর ঘটনাই তিনি জড়িত নন। ওই তৃণমূল নেতা বহু লোকের কাছে চাকরি দেওয়ার নাম করে কাটমানি খেয়েছে। ওই সমস্ত লোক কাটমানির টাকা ফেরত না পেয়ে ভাঙচুর চালিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584