নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃপ্রতিবারের ন্যায় এবার ও পূর্ব ভোলারডাবরি ভাণ্ডানি পূজো কমিটির পক্ষ থেকে ভাণ্ডানি পূজোর আয়োজন করা হয়েছে।ভাণ্ডানি পূজো মূলতঃ উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের পূজো।একাদশী দিন এই পূজো হয়ে থাকে উত্তরবঙ্গে।ভাণ্ডানি পূজো নিয়ে বহু কথা প্রচলিত আছে তার মধ্যে অন্যতম লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী বিসর্জন পরে মা দুর্গা যখন।
কৈলাশে ফিরে যাচ্ছিল তখন উত্তরবঙ্গে তোর্ষা নদীর তীরে কোথাও কার্তিক গণেশ লক্ষী সরস্বতীকে নিয়ে বসে তখন গ্ৰামের লোকরা তাকে দেখতে পায় এবং তার সেবা করে তখন দেবী খুশি তাদের বর দেয় যে তাদের শস্যের ভাণ্ডার খালি থাকবেনা ।তাই মা দুর্গা এখানে ভাণ্ডানি মা হিসেবে পূজিত হন। এখানে দেবী দুর্গা দশহাত নয় চার হাত। আর মহিষাসুরকে দেখতে পাওয়া যাবেনা। ভাণ্ডানি পূজো দু’দিন হয় একাদশী দিন এবং পরের দিন এবং এই পূজোকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলায় ভোলার ডাবরিতে মেলা বসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584