সুদীপ পাল,বর্ধমানঃ
চিঠি চুরি হয় কিন্তু সম্পূর্ণ বাক্স? পুরো লেটার বক্স চুরি করে নিয়ে গেল চোর। চুরি করার এই ঘটনা ঘটেছে বর্ধমান শহর লাগোয়া সাধনপুর উপ ডাকঘরে।
পোস্ট মাস্টার নিশিকান্ত মন্ডলের দাবি,ঘরে তালা ভাঙার চেষ্টা চোখে পড়েনি শুধু বাইরে থেকে চিঠির বাক্স নিয়ে পালিয়েছে চোর।
কখন দেখলেন তিনি? নিশিকান্তবাবু বলেন,সকালে ডাকঘর খুলতে গিয়ে চিঠির বাক্স না থাকা প্রথম চোখে পড়ে তাঁর। ততক্ষণে এসে হাজির হন আরো কয়েকজন গ্রাহক। তাঁরাও এসে দেখেন সম্পূর্ণ বাক্সটা হাওয়া।
পোষ্ট মাস্টারের অভিযোগ, রাতে কেউ বা কারা বাক্স নিয়ে গেছে।তবে অফিসের অন্য কিছু চুরির চেষ্টা না করে শুধু চিঠির বাক্স কেন নিয়ে যাওয়া হল সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি কেউ।
প্রসঙ্গত উল্লেখ্য,বর্ধমানের অন্যান্য ডাকঘরে চুরির অভিযোগ উঠেছে আগেও। কয়েক বছর আগে বর্ধমান১ ব্লকের মির্জাপুরে তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়। সকালে পোস্টমাস্টার দরজা তালা ভাঙ্গা দেখেছিলেন। তাঁর দাবি ছিল বিশেষ কিছু চুরি যায়নি তবে সাধনপুরের ঘটনা সম্পূর্ণ আলাদা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে নিশিকান্তবাবু জানান।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা
যদিও গ্রাহকরা বলছেন,এটি খুবই চিন্তার বিষয়।চোরের চিঠির বাক্স কি কাজে লাগবে বোঝা যাচ্ছে না তবে একথা ঠিক এর ফলে অনেক গ্রাহককে ভোগান্তি পোহাতে হবে।যদি চাকরি চিঠি বা অন্যান্য অফিশিয়াল প্রয়োজনীয় কোনো চিঠি থাকে সেটি আর নির্দিষ্ট হাতে পৌঁছাবে না বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584