নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“পুতুল নেবে গো পুতুল”… ‘ভানু পেলো লটারী’ ছবিতে গানটিতে লিপ মেলাচ্ছেন এক অভিনেতা। প্লেব্যা কে শ্যা মল মিত্র। সিনেমাপ্রেমী বাঙালির স্মৃতিতে সজীব এক দৃশ্যা।… ২৬ অগাস্ট, ১৯২০। জন্ম হয় এক নক্ষত্রের। সাম্যাময় বন্দোপাধ্যায়, ওরফে ভানু বন্দোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্য্তম সেরা একজন অভিনেতা।
‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যা সিস্ট্যা’ন্ট’, ‘৮০তে আসিও না’, ‘ভানু পেলো লটারী’, ‘মিস প্রিয়ংবদা’ একের পর এক ছবিতে অভিনয়ের মেধা দিয়ে যিনি জয় করেছিলেন মানুষের হৃদয়।
এ বছর অভিনেতার জন্মের শতবর্ষ। শততম জন্মদিনে তাঁকে স্মরণ করে সুচন্দ্রা ভানিয়ার প্রযোজনায় জাস্ট স্টুডিওর শ্রদ্ধার্ঘ্য্ ‘ভানু একাই ১০০’। অভিনেতার স্মৃতিমেদুর এই চলচ্ছবিটিতে থাকছে ‘তাঁহাদের কথা’।
আরও পড়ুনঃ ভাগ্য ফেরাতে আসছে ‘ভাগ্যলক্ষ্মী’
ভানু পুত্র গৌতম বন্দোপাধ্যায় যেমন কাতর হয়েছেন তাঁর বাবার স্মৃতিতে তেমনি বাংলার এক ঝাঁক তারকা জানিয়েছেন অভিনেতাকে নিয়ে তাঁদের অনুভূতি, স্মৃতি। সামনে এসেছে টিজার। ২৬ অগাস্ট জাস্ট স্টুডিও’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ভানু একাই ১০০’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584