‘দুধের সাধ ঘোলে’ শ্যামপুজো ঘিরে থিমের উন্মাদনায় কাকদ্বীপ

0
234

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

দূর্গা পূজার পর শ্যামাপুজো ঘিরে থিমের উন্মাদনা ঘিরে কাকদ্বীপে।দক্ষিন সুন্দরবনে কালিপূজা এখন তুঙ্গে।

কালিপূজার কয়দিন আনন্দ মুখর হয়ে ওঠে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিন সর্বত্র। আর সব পুজো ঘিরে থিমের দাপট,কোথাও বিশ্বউষ্ণায়নের তো কোথাও আবার খড় মাটি দিয়ে শুভ শক্তির মন্ডপ সজ্জা সজ্জিত করা হয়েছে।

মাতৃ প্রতিমাতেও বৈচিত্র্যের ছোঁয়া।কালিকার রূপ নানান ভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি মন্ডপে মন্ডপে।সুন্দরবনের মানুষ কলকাতা বা পার্শ্বর্বতী এলাকায় থিম কালির মন্ডপ দেখতে যেতে পারেন না। একদিকে সময় সাপেক্ষ অন্যদিকে অধিক ব্যায়ে।ফলে দুধের সাধ ঘোলে মেটাতে কাকদ্বীপের থিম পূজা নিয়ে মেতে থাকেন। কাকদ্বীপ অ্যাথিলেট ক্লাব ৩২ বছরে পর্দাপন করল।এবারের থিম দক্ষিন ভারতের মন্দির।

পুজা মন্ডপ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।নিজস্ব চিত্র

সাবেকি আনায় প্রতিমা তুলে ধরা হয়েছে দর্শনাথিদের সামনে। থার্মকলের উপর মন্ডপ কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে।অন্যদিকে কাকদ্বীপ গবিন্দপুরে দ্বীপ সংঘ ৩৪ বছরে পা দিয়েছে।খড় মাটি আর চট নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জা। এবারের থিম অশুভ শক্তির ভার রক্ষা। মহিলা ও পুরুষের মধ্য দিয়ে কালি মাকে কেন্দ্র করে রাখা হয়েছে এই সংঘের মন্ডপ।শুধু তাই নয় সচেতনতার উপর থিম নির্দশন করেছেন এই সংঘের উদ্যোক্তারা।বিশ্ব উষ্ণায়নের উপর থিম করা হয়েছে।আর পুজো ঘিরে আলোর রোশনাই এ ভরপুর কাকদ্বীপের প্রতিটি মন্ডপ।পুজো উপলক্ষে মন্ডপ ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here