ভিবিডি’র সচেতনতা র‍্যালি দাসপুরে

0
81

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ

পশ্চিম মেদিনীপুরের দাসপুর-২ ব্লকের ভেক্টর-বর্ন-ডিজিজ সার্ভে এন্ড কন্ট্রোল টিম(V.B.D) গ্রামের মানুষকে ডেঙ্গু ও পতঙ্গবাহি রোগ থেকে সচেতন করতে পথসভা ও সাইকেল র‍্যালির আয়োজন করল।আজ সকালে মিছিলে দাসপুরের ১৪টি গ্রামপঞ্চায়েতের শতাধীক ভি.বি.ডি কর্মীরা অংশগ্রহণ করেছিলেন৷

চলছে সচেতনতা প্রচার র‍্যালি।নিজস্ব চিত্র

ব্যানার ও স্লোগানের মাধ্যমে ওই মিছিল দাসপুরের বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ক্ষেত্রে কী করণীয় তা মানুষের কাছে সহজ ভাবে তুলে ধরে৷ভি.বি.ডি এর পক্ষে পথ চলতি মানুষদের হাতে লিফলেট ধরিয়ে বুঝিয়ে দেওয়া হয় গ্রামীন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা ও পরিসেবা বিষয়ে৷
এদিন নির্মল বাংলা গড়ার ডাক দেন ভি.বি.ডি কর্মীরা৷ দাসপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই ভি.বি.ডি এর এই উদ্যোগকে স্বাগত জানান।তাঁর মতে এই ধরনের সচেতনতা মূলক প্রচারের মাধ্যেমে মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি হবে।দাসপুরের গ্রাম পঞ্চায়েত এলাকার অনেকেই এসব বিষয়ে অবগত ছিলেন না। আজকের প্রচারে খুশি এলাকার সাধারাণ মানুষও৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here