ভোট কর্মীদের গন্তব্যে পোঁছে দিতে ভেহিক্যালস ম্যানেজমেন্ট প্ল্যান

0
68

সুদীপ পাল,বর্ধমানঃ

Vehicle management plan for vote workers
নিজস্ব চিত্র

সামনেই ভোট।ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মীদের পাঠানোর জন্য ভেহিক্যালস ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ভোটগ্রহণের আগের দিন ভোটকর্মীরা ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার)থেকে গাড়িতে চেপে ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন।তাই এই প্ল্যান।জানা যাচ্ছে,বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ২৯৬টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য ১০০টি গাড়ি, খণ্ডঘোষ বিধানসভায় ২৭২টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য ১০৬টি গাড়ি,কাটোয়া বিধানসভা এলাকায় ২৯৭টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য ১০৯টি গাড়ি এইভাবে অন্য কেন্দ্রগুলিতেও হিসাব করে দেখা যাচ্ছে মোট ১৬৬০টি বাস লাগবে,মিনিবাস, সুমো,মিনি ট্রাক তোলা হবে। জেলায় ১৬টি বিধানসভা কেন্দ্রের অধীন ৪৪৫৬টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।অনেক কেন্দ্রে বড় গাড়ি পোঁছবে না তাই সেখানের জন্য ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ অনাবাসী ভারতীয়দের ‘ই-ভোটিং’ প্রসঙ্গে ‘ফেক নিউজ’, তদন্ত করে দেখতে বললো নির্বাচন কমিশন

প্রসঙ্গত উল্লেখ্য,গত বারের নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ট্রাক্টর করে নিয়ে যাওয়া হয়েছিল ভোটকর্মীদের।তাতে ক্ষোভ ছড়িয়ে ছিল।এবার তাই শুরু থেকেই প্রশাসন সতর্ক।তাই যথাযথভাবে গাড়ির ব্যবস্থা করতে উদ্যত প্রশাসনিক কর্মকর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here