সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান শহরের নতুন উড়ালপুল চালুর প্রায় দুই মাস অতিক্রান্ত হয়ে গেছে। এখনও মোটরবাইক চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
মোটরবাইকের উপর এই নিষেধাজ্ঞা কবে উঠবে তা নিয়ে প্রশ্ন করছেন সদর শহরের বাসিন্দারা। বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকার ঝুলন্ত রেল উড়ালপুলের উদ্বোধন করা হয় মহালয়ার আগে।
উড়ালপুলে প্রথম থেকেই বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। বাইকের পাশাপাশি টোটো চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ছিল। বাইক এবং টোটো এখন যাতায়াত করে পুরনো রেল সেতু দিয়ে, যা ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে।
শহরের বাসিন্দারা প্রশ্ন করছেন, যদি পুরনো সেতু ভেঙে ফেলা হয় তাহলে কোন রাস্তা দিয়ে বাইক বা টোটো চলাচল করবে? যদিও প্রশাসনের দাবি, নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ২০২১ থেকে স্কুল পরীক্ষার কাঠামো বদলাচ্ছে কেন্দ্র
বাইকের গতির কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও বাইক চালকদের বক্তব্য, চারচাকা গাড়িতেও গতি থাকে। তাহলে সেই গাড়িগুলো এখনও কেন যাতায়াত করছে?
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, বিকল্প ব্যবস্থা না করে আচমকা পুরনো রেল সেতু ভাঙা যাবে না। রেলকে ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে।
পথ নিরাপত্তার কারণে বাইক নিষিদ্ধ করা হয়েছিল। পুরনো রেল সেতু ভাঙা এখনই হচ্ছে না। সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক করে শহরবাসীকে জানানো হবে বাইক চলাচল নিয়ে কী ভাবনা-চিন্তা করছে প্রশাসন।
তবে নতুন সেতুতে না উঠতে পারলেও যেহেতু পুরনো সেতু ব্যবহার করা হচ্ছে এখনও, তাই যোগাযোগের ক্ষেত্রে কোনও সমস্যা নেই বলে জানান জেলাশাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584