স্থানচ্যুত হয়ে লোকসানের আশঙ্কায় ভিন রাজ্যের বিক্রেতারা

0
64

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

Vendors of VIN state fear of loss due to displacement | newsfront.co
দুর্গেশ সিং,উত্তরপ্রদেশ থেকে আগত বিক্রেতা।নিজস্ব চিত্র
Vendors of VIN state fear of loss due to displacement | newsfront.co
বিকিকিনি।নিজস্ব চিত্র

জেলা শাসকের মৌখিক নির্দেশ স্থানচ্যুত হওয়ার আশঙ্কায় শঙ্কিত ভিন রাজ্যের বিক্রেতারা।ঘটনার প্রকাশ এই যে,বাঁকুড়া কোটচত্বরে জেলা শাসকের দফতর সংলগ্ন এলাকায় ওরা বংশ পরম্পরায় শীতবস্ত্র বিক্রি করে আসছে ভিন রাজ্য থেকে আগত কিছু ব্যবসায়ী।প্রতি বছর ওরা উষ্ণ পোষাকের পসরা নিয়ে আসে,মাস দুয়েকের ব্যবসা শেষেফিরে যায় যে যার রাজ্যে।কিন্তু হঠাৎই তারা পড়েছে গত্যান্তরে।বাঁকুড়ার জেলাশাসক মৌখিক ভাবে নির্দেশ জারি করেছেন যে,এই স্থলে তারা আর ব্যবসা করতে পারবে না তার পরবর্তীতে তারা স্টেডিয়ামে বিক্রি বাটা করতে পারে।কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য দীর্ঘদিনের ব্যবসা তাদের এই স্থল থেকে স্থান পরিবর্তন করলে ক্রেতা সমাগমে ভাটা পড়বে।তাছাড়া স্টেডিয়ামে বাঁশ খুঁটি পুঁততে দেওয়া হবে না ফলে পোষাক নিয়ে তারা কিভবে ব্যবসা করবে।একই সাথে তাদের বক্তব্য,কোন অনুষ্ঠান মেলা খেলা হলে তাদের ব্যবসা বন্ধ থাকবে।দু মাসের ব্যবসায় যদি বিক্রি বন্ধ রাখতে হয় তাহলে বিপদে পড়ে যাবে তারা।লোকসানের আশঙ্কায় ভীত ব্যবসায়ীরা তাই অজানা শঙ্কায় সময় গুনছে।

Vendors of VIN state fear of loss due to displacement | newsfront.co
অখিলেশ মিশ্র,বিহার থেকে আগত বিক্রেতা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: যুবকের মৃতদেহ উদ্ধার-বাবার দাবি খুন, এলাকায় কানাঘুষা পরকীয়া

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here