নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
গোপন সূত্রে খবর পেয়ে আজ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে ১০৭টি বিষধর সাপ উদ্ধার করল মালদা জিআরপি থানার পুলিশ৷এই ঘটনাকে কেন্দ্র করে আজ চাঞ্চল্য ছড়ায় মালদা স্টেশন চত্বরে৷ খবর পেয়ে সাপগুলিকে নিজেদের হেপাজতে নিয়ে যায় বনদপ্তর৷
মালদা টাউন জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান জানান, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় কিছু সাপ পাচার করা হচ্ছে৷ বেলা সাড়ে ১২টা নাগাদ মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছোলে একটি জেনারেল কামরায় তল্লাশি শুরু করেন তাঁরা৷ তখনই তাঁদের নজরে পড়ে একটি সন্দেহজনক বড়ো ব্যাগ৷ ব্যাগ খুলে দেখা যায়, তার ভিতর ছোটো ছোটো পুঁটুলি ও কৌটোয় রয়েছে প্রচুর সাপ৷ কিন্তু কোনও পাচারকারীকে তাঁরা ধরতে পারেননি৷ সাপগুলিকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা৷ খবর দেওয়া হয় বন দপ্তরকে৷ তবে কতগুলি সাপ রয়েছে, তার বাজারমূল্য কত কিংবা এই সব সাপ কী কাজে লাগে, সেসব তাঁরা জানেন না৷ সেটা বন দপ্তর বলতে পারবে৷
সাপ উদ্ধারের খবর পেয়ে মালদা স্টেশনে চলে আসেন বনকর্মীরা৷ দেখা যায়, উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে রয়েছে প্রায় ৮৫চি লাউডগা, ২টি কিং কোবরা, ৮টি ইন্ডিয়ান কোবরা ও ১২টি পাহাড়ি চিতি৷ বনকর্মীরা জানান, উদ্ধার হওয়া সাপগুলির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা৷ এদের বিষ ওষুধ তৈরিতে কাজে লাগে৷ এই ধরনের সাপের চামড়াও বাজারে বিক্রি হয়৷ সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেবেন তাঁরা৷
আরও পড়ুন: গোলাড় সুশীলা হাইস্কুলে রক্তদান, ক্রীড়া সাংস্কৃতিক উৎসব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584