জলদাপাড়া জাতীয় উদ্যানে ক্যামেরাবন্দী অতিবিরল প্রজাতির খরগোশ

0
63

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পর এবার জলদাপাড়া জাতীয় উদ্যান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে যখন জোরা ব্ল্যাক প্যান্থারের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি হওয়ার খবর পাওয়া গেছে তখন অন্যদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পাওয়া গেছে আরেকটি ভালো খবর। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে অতিবিরল হিসপিড হেয়ার প্রজাতির একটি খরগোশের ছবি ধরা পড়েছে। এই প্রথম জলদাপাড়া জাতীয় উদ্যানে হিসপিড হেয়ারের ছবি ফ্রেম বন্দি হয়েছে বলে দাবি করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ।

ফ্রেমবন্দী হিসপিড হেয়ার প্রজাতির খরগোশ। সংবাদ চিত্র

জলদাপাড়া জাতীয় উদ্যানে হিসপিড হেয়ার থাকার রেকর্ড ছিল। কিন্তু এই প্রথম এই গুরুত্বপূর্ন খুদে বন্য জন্তুর ছবি ক্যামেরায় ধরা পড়ল। এই ছবি ধরা পড়ায় উল্লসিত জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ।

সংবাদ চিত্র

জলদাপাড়া বন্যপ্রান বিভাগের ডিএফও কুমার বিমল বলেন, “১৯৯৮ সাল থেকে জলদাপাড়াতে হিসপিড হেয়ার ও বেঙ্গল ফ্লোরিকানের দেখা পাওয়া যাচ্ছিল না। জলডাপাড়া জাতীয় উদ্যানের ভেতর তোর্ষা নদীর চরে বিস্তৃত ঘাস ভূমিতে এই দুই বন্য প্রান ছিল বলে আমাদের কাছে রেকর্ড আছে। কিন্তু প্রতিবছর এই তৃণভুমিতে অগ্নিকান্ডের ফলে এই দুই বন্য প্রানের দেখা পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি জঙ্গলে আগুন নিয়ন্ত্রনে আমরা একাধিক ব্যবস্থা গ্রহন করেছি। ২০১৮ সালে তোর্ষার চরে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। সেই কারনেই আমরা মনে করছি হিসপিড হেয়ারের মত খরগোশের সন্ধান পাওয়া গেছে। আমরা আশাবাদি খুব তাড়াতাড়ি বেঙ্গল ফ্লোরিকানের মত পাখির খোজও পাব আমরা। কারন তৃণভূমি এই পাখিরও বাসস্থান।”

জানা গিয়েছে হিসপিড হেয়ার খরগোশ জাতীয় ছোট্ট একটি বন্যপ্রান। মূলত তৃণভূমিতে এরা বসবাস করে ও বংশ বৃদ্ধি করে। জলদাপাড়া জাতীয় উদ্যানের বিস্তৃত তৃণভূমি গণ্ডার বিচরনের আদর্শ বাসস্থান। একই তৃণভূমিতে এই হিসপিড হেয়ার ও বেঙ্গল ফ্লোরিকানের মত পাখিদের আদর্শ বাসস্থান। কিন্তু প্রতিবছর এই তৃণভূমিতে অগ্নিকান্ডের কারনে এই দুই প্রজাতির বন্যপ্রানের ক্ষতি হয় বলে মত বিশেষজ্ঞদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here