চলে গেলেন সত্যজিতের মছলিবাবা

0
85

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০২০ টা যেন সব হারানোর একটা বছর। একের পর এক গুণীদের চলে যাওয়ার মাঝে আরও এক নাম যুক্ত হল আজ। অমরলোকে পাড়ি দিলেন প্রবাদপ্রতিম অভিনেতা মনু মুখোপাধ্যায়।

Monu Mukherjee | newsfront.co

ফেলুদার চলে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই সত্যজিতের আরেক চরিত্র মছলিবাবাও জানালেন বিদায়। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত কারণ এবং হৃদরোগে ভুগছিলেন এই বর্ষীয়ান শক্তিশালী অভিনেতা। আজ রবিবার সকালে জীবনের সব খেলা শেষ করে ৯৩ বছর বয়সে তিনি বিদায় জানালেন পরিবার এবং অবশ্যই তাঁর টলি পরিবারকে। বড় পর্দা, ছোট পর্দা এবং মঞ্চ তিন ক্ষেত্রেই তিনি ছিলেন সমান উজ্জ্বল।

Monu Mukherjee | newsfront.co

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্ম তাঁর। আসল নাম সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও ডাক নামেই পরিচিত ছিলেন তিনি। ইন্ডাস্ট্রিও তাঁকে চিনেছে এবং চিনিয়েছে মনু নামেই। অভিনয় ছিল তাঁর কাছে নেশার মতো। তাই হাইকোর্টের চাকরিও ছেড়ে দিয়েছিলেন। তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রয়

আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়- “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং ফোরামের প্রাণের মানুষ মনু মুখোপাধ্যায় আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর নশ্বর দেহ আজ বেলা ১ঃ৩০ মিনিট অবধি তাঁর বাসভবনে রাখা হবে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”

আরও পড়ুনঃ প্রেক্ষাগৃহে আসছে মানস বসুর ‘ছবিয়াল’

অভিনয়জীবনের শুরুতে কাজ করতেন থিয়েটারের প্রম্পটার হিসেবে। এরপরই জীবন যায় বদলে। একের পর এক ছবিতে আসতে থাকে সুযোগ। মঞ্চ এবং পর্দা দুই জায়গাতেই হয়ে পড়েন ব্যস্ত। মৃগয়া, গণশত্রু, জয় বাবা ফেলুনাথ, প্রতিদান, পাতালঘর সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। অভিনেতার প্রথম ছবি ‘নীল আকাশের নীচে’ মুক্তি পায় ১৯৫৯ সালে৷ ছবির পরিচালক ছিলেন মৃণাল সেন। বাংলা ধারাবাহিকেও তাঁকে একাধিকবার পেয়েছে দর্শক। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here