শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনাকে হারিয়ে স্নায়ুর সমস্যায় এখন কাবু বর্ষীয়ান প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।চিকিৎসকদের দাবি, স্টেরয়েড থেরাপি চালু রাখলে সৌমিত্র কিছুটা ভাল থাকছেন। কিন্তু স্টেরয়েড থেরাপি বন্ধ করলেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অভিনেতার। সেই কারণে তাঁর স্নায়ুর সমস্যা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা মোটের ওপর স্থিতিশীল। তবে প্রবীণ অভিনেতার হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। শুক্রবার সকালে অক্সিজেনের ঘাটতিও হয়েছিল, রক্তচাপ বেড়েছিল। তাঁর মস্তিষ্কের ফ্লুইড নিয়ে নতুন করে টেস্ট করাচ্ছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা।
আরও পড়ুনঃ গঙ্গাদূষণ রোধে পুকুরে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত, রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ডের
সৌমিত্রর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার অরিন্দম কর বলেন, ‘স্টেরয়েড থেরাপি সরিয়ে নিলেই স্নায়ুর সমস্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এই বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584