ডায়ালিসিস সফল হলেও সৌমিত্রের ফুসফুসের সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের

0
97

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বার্ধক্যজনিত কারণে একের পর এক রোগের আক্রমণে জেরবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তা সত্ত্বেও তিনি যেভাবে চিকিৎসায় সাড়া দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাকে কুর্ণিশ জানিয়েছেন একাধিক চিকিৎসকই। সৌমিত্রবাবু চিকিৎসায় সাড়া না দিলে কিছুতেই চিকিৎসকদের পক্ষেও এগোনো সম্ভব হত না, এমনটাই জানিয়েছেন তার মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর।

Soumitra Chatterjee | newsfront.co
ফাইল চিত্র

এ দিন দুপুরের বুলেটিনে তিন জানান, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ডায়ালিসিস। তাঁর রক্তচাপ থেকে ইউরিয়া ও ক্রিয়েটিনিন মাত্রা সবই ঠিকঠাক রয়েছে। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

কিন্তু তা হলেও শারীরিক সংকট সম্পূর্ণ কাটেনি।কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে রয়েছে তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী ডায়ালিসিস হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। ডায়ালিসিসের ধকল তিনি কতটা নিতে পারবেন, তা বুঝতে কথা বলা হবে কিডনি বিশেষজ্ঞদের সঙ্গেও।

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত অপরাজিতা

এছাড়া এখনও একই সমস্যায় আছে ফুসফুসের বেড়ে চলা সংক্রমণ। তা নতুন করে আরও কতটা বেড়েছে, শরীরের অন্য কোথাও কোনও নতুন সংক্রমণ দেখা দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন চিকিত্সকরা।

সবশেষে চিকিৎসক অরিন্দম কর বলেন, “আমরা আমাদের তরফে সবরকম চেষ্টা করছি। উনিও দারুণভাবে লড়াই করছেন। এই বয়সে কো-মর্বিডিটি নিয়ে লড়াই করা অত্যন্ত কঠিন। ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারাও ঈশ্বরেরে কাছে প্রার্থনা করুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here