নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ক্রমশ সু্স্থ হয়ে উঠছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ থেকে শুরু হল তাঁর ফিজিওথেরাপি। এর আগে চিকিৎসকদের সাহায্যে তিনি বিছানায় উঠে বসতেও পেরেছেন বলে হাসপাতাল সূত্রে খবর। শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে,খুব শীঘ্রই তাঁকে হাঁটানোও হবে। এছাড়া তাঁর অনান্য রিপোর্টও ভালো।
করোনা আক্রান্ত হওয়ায় চলতি মাসের গোড়ায় হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।এরপর তাঁর শারীরিক অবস্থান অবনতি হয়েছিল। দু’বার প্লাজমা থেরাপি করা হয় তাঁর। অক্সিজেনের মাত্রাগত তারতম্যের জেরে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট।
আরও পড়ুনঃ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি
শুক্রবার সৌমিত্রবাবুর শারীরিক পরীক্ষার পর হাসপাতাল জানিয়েছে, বর্ষীয়ান অভিনেতার সব রিপোর্ট সন্তোষজনক। ভাল আছেন তিনি। এরপর রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌমিত্র বাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আরও পড়ুনঃ আইনি বিপাকে মিঠুন পুত্র মিমো, স্ত্রী যোগিতা বালি
গত বৃহস্পতিবার থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করে। সেই অবস্থার আরও খানিকটা উন্নতি হয় শুক্রবার। এর মাঝেই অভিনেতার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত তাঁর জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584