প্রয়াত কন্নড় অভিনেত্রী জয়ন্থী

0
62

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

প্রয়াত হলেন কন্নড় অভিনেত্রী জয়ন্থী। ২৬ জুলাই, সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেননি তিনি। এদিন বেঙ্গালুুরুর একটি সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করেন অভিনেত্রীর ছেলে কৃষ্ণ কুমার। জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জয়ন্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। চলতি মাসের গোড়ার দিকেই শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। আজ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

Kanada actress Jayanthi
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

কর্ণাটকের বাল্লারি’তে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী জয়ন্থী। কন্নড় ছাড়াও তেলেগু, তামিল, মালয়ালম, হিন্দি এবং মারাঠী ভাষা মিলিয়ে প্রায় ৫০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। উনিশ শতকে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। ১৯৭০, ৮০, নব্বইয়ের দশকে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় স্পর্শ করেছিল। সেই কারনেই একসময় তাঁকে ‘Abhinaya Sharade’ (অভিনয়ের দেবী) অ্যাখা দিয়েছিল কর্ণাটকবাসী।

দুর্দান্ত অভিনয়ের জন্য বেশ কিছু পুরস্কারও অর্জন করেছেন অভিনেত্রী জয়ন্থী। সাতবার কর্ণাটক রাজ্য পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে সেরা অভিনেত্রী হিসাবে চারবার পুরস্কার পেয়েছেন এবং সেরা সহ অভিনেত্রী হিসাবে তিনবার পুরস্কার অর্জন করছেন অভিনেত্রী। তাঁর অভিনয় তাক লাগিয়েছে দর্শককূলকে। দু’বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও উঠেছিল তাঁর হাতে। ডঃ রাজকুমারের সঙ্গেই অধিকাংশ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে জয়ন্থীকে। প্রায় ৩৬-টিরও বেশি সিনেমায় তাঁদের দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। ১৯৬৩ সালে ‘জেনু গোড’ ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রথম পা রাখেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রীতে। এরপর ডঃ রাজকুমার এবং জয়ন্থী অভিনীত ছবি ‘চন্দভালিয়া থোটা’ তাঁদের জীবনে সফল্য এনে দিয়েছিল। এরপর ১৯৬৫ সালের ‘মিস লীলাবতি’, ১৯৭০ সালের তামিল সিনেমা ‘এমজি রামচন্দ্রন’, ‘জেমিনি গণেশনন’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন এই কন্নড় অভিনেত্রী।

আরও পড়ুনঃ এবার ঘরে বসেই দেখতে পাবেন সত্যজিতের খেরোর খাতা

কন্নড় অভিনত্রী জয়ন্থীর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন ইয়েদুরাপ্পাও। টুইটে তিনি লেখেন, “প্রবীণ অভিনেত্রী জয়ন্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন ভাষায় ৫০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। ‘মিস লীলাবতি’, ‘এডাকাল্লু গুদ্দাদা’, জেনু গোদু- সহ আরও অনেক ছবিতে অভিনয় করতে দেখা গেছে জয়ন্থীকে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here