নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ভাল আছেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। কোভিড নেগেটিভ এখন তিনি। ‘কোজাগর’-এর লেখকের এখন কেমনে কাটছে সারাটাদিন? মনের আনন্দে গান গাইছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসক জানিয়েছেন করোনা মুক্ত হয়ে সারাদিন এখন তিনি সুরে ভাসছেন। যদিও এখনও তিনি হাসপাতালেই। খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে কয়েকদিন হোটেলের ঘরে নিভৃতবাসে কাটাচ্ছিলেন তিনি।
আরও পড়ুনঃ নেট দুনিয়ায় নিজের মৃত্যুর খবরে ক্ষুব্ধ শক্তিমান
তবে, পরে শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বয়স ৮৬ বছর। বর্ষীয়ান লেখকের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসার পরই চিন্তায় পড়ে তাঁর গুণমুগ্ধ পাঠকমহল। তবে, চিন্তার অবসান। ভাল আছেন তাঁদের প্রিয় সাহিত্যিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584