মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী পিলু ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খ্যাতনামা এই সঙ্গীত শিল্পী। দিন কয়েক আগেই বাড়ি ফিরে ছিলেন। বৃহস্পতিবার রাতে ফের তাঁর বুকে ব্যথা শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিল্পীর।
শুক্রবার সকালে পিলু ভট্টাচার্যের ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্য সংবাদ দিয়ে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন’।
উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য। এদিন প্রবাদপ্রতিম এই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত জগৎ। খ্যাতনামা সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জোজো, রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক তারকা।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্যের শৈশব কেটেছে উত্তর কলকাতায়। ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি গানকে চালিয়ে গিয়েছিলেন তিনি। প্রথম জীবনে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ধীরে ধীরে কিছুটা নাম অর্জন করেন। এরপর কেরিয়ারের শুরুতে অনেকটা লড়াই করতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে ছবিতে একের পর এক হিট গান গেয়েছেন এই শিল্পী। বিশেষ করে প্যারোডি গান ও মজার গানের জন্য খ্যাত তিনি।
আরও পড়ুনঃ দুর্ঘটনায় আহত অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা
এরপর নিজেই গান লিখতে শুরু করেন। পাশাপাশি সুর করতে থাকেন। এরপরই প্রকাশ্যে আসে তাঁর মৌলিক গানের অ্যালবাম। তাঁর সেই মৌলিক গানের অ্যালবামও রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৭ সালে তাঁর ‘রাধামাধব’ অ্যালবাম গোটা বাংলার মানুষের মন জয় করে নিয়েছিল। এরপর পিলু ভট্টাচার্যকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সেইসময় জলছবি, বৃষ্টি পড়ে, এমন ছিল না কথা, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান তৈরি করেছিলেন শিল্পী।
শুধু তাই নয়, ২০১৯ সালে ভারতীয় দলের জন্য ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি গেয়েছিলেন শিল্পী পিলু ভট্টাচার্য।দিয়েগো মারাদোনার সামনে গান গেয়ে তাঁর প্রশংসাও পেয়েছিলেন এই শিল্পী। প্রবাদপ্রতিম শিল্পী পিলু ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সঙ্গীত মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584