সুদীপ পাল,বর্ধমানঃ
কথায় বলে, নদীর ধারে বাস, চিন্তা বারোমাস। পশ্চিম বর্ধমান জেলার অজয় নদের পাশে বাস করা গ্রামবাসীদের চিন্তার অন্ত থাকে না। ফি বছর বন্যায় সব ভাসিয়ে নিয়ে যায় আবার অজয়ের পাড় ভেঙে জলের তলায় তলিয়ে যায় শেষ সম্বল ভিটে বাড়িটুকু। তবে কাঁকসা , পান্ডবেশ্বর অঞ্চলগুলিতে ভাঙন রোধে ভেটিভার ঘাস লাগানোর প্রস্তুতি শুরু করল প্রশাসন।
প্রশ্ন হচ্ছে কি এই ভেটিভার ঘাস? বৈজ্ঞানিক নাম ক্রীসোপাজ জিজানিয়াইডেস। ভেটিভার ঘাস আসলে গুচ্ছমূল হিসেবে প্রায় ৩ মিটারেরও বেশি মাটির তলায় গিয়ে মাটিকে ধরে রাখতে সাহায্য করে। সেই কারণেই নদী পাড়ে এই ঘাস লাগালে সহজে ধসে যেতে পারে না পাড়। এমনকী বৃষ্টিতেও পাড়ের ভূমিক্ষয় আটকানো যায় এতে।
ভেটিভারের বীজ বোনার সর্বাধিক ছ’মাসের মধ্যে তৈরী হয়ে যায়। এই ঘাস চাষে অল্প পরিমান জল লাগে। প্রচণ্ড গ্রীষ্মে এর পাতা হলুদ হয়ে গেলেও বৃষ্টির সামান্য জলে আবার সেই আগের সবুজভাব ফিরে আসে। আর অতিবৃষ্টিতেও কোনভাবে এই গাছ পচে যায় না। ভূমিক্ষয় রোধের পাশাপাশি এই চাষ অত্যন্ত লাভজনক। ভেটিভার গাছ থেকে নানান ধরণের ভেষজ সুগন্ধি ও প্রসাধন সামগ্রীও তৈরী হয়।ঘাসের উপরের অংশ যেমন গবাদিপশু খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে, মাটির নীচের অংশ জমির ক্ষয় ও ভাঙন রোধ করবে। দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন একশো দিনের কাজে এই ভেটিভার ঘাস লাগানোর কাজ শুরু হবে।
(ফিচার ছবি-pinterest.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584