নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ডোমকল পুরসভার গত এক বছর আগেই চেয়ারম্যান সৌমিক হোসেনকে অপসারণ করে জাফিকুল ইসলাম পুরসভার চেয়ারম্যান এর চেয়ার দখল করেন।
আবারও এক বছর না হতে হতেই এবার ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হল। আজ ১৫ জন কাউন্সিলরের মাধ্যমেই ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকীকে অপসারণ করা হয় বলে জানালেন চেয়ারম্যান।
চেয়ারম্যান সূত্রে জানা যায়, দল প্রদীপ কুমার চাকীকে বর্তমানে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহত রাখছেন।
১৫ জন কাউন্সিলর মিলে ভাইস চেয়ারম্যানকে তার পদ থেকে তাকে অপসারণ করা হল আজ থেকে।
চেয়ারম্যান জানান নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে আলম খানের নাম আমরা ঠিক করেছি এবং সেটা দলের কাছে পাঠাব।
আরও পড়ুনঃ শিলিগুড়ির হংকং মার্কেট ৩০ জুন পর্যন্ত বন্ধ
ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকী জানান, আজকের বিষয়ে কিছু জানানো হয়নি আমাকে। এমনকি ভাইস চেয়ারম্যান কোন কাউন্সিলর দ্বারা গঠিত নয় সেটা ঠিক করে দল, এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি। দল যেটা সিদ্ধান্ত নিবে সেটা আমি মেনে নেব।
বর্তমান ভাইস চেয়ারম্যান আলম খান তার নাম ঘোষণা হওয়াতে তিনি জানান, “এখনও অফিশিয়াল ভাবে আমার নাম আসেনি তবে আমার নাম তারা ঠিক করেছে। আমি চেষ্টা করব সঠিকভাবে কাজ করার এবং মানুষের পাশে দাঁড়ানোর।”
তবে এই নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584