বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও

0
69

সুদীপ পাল, বর্ধমানঃ

বিভাগীয় প্রধানদের সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা বৈঠক করে ফিরছিলেন। ফেরার পথে ছাত্রছাত্রীদের একাংশ তাঁর পথ আটকায়। পড়ুয়াদের অভিযোগ শুনতে তিনি গাড়ি থেকে নেমে আসেন। পাশে রাখা একটি চেয়ারে বসেও পড়েন তিনি।

Vice-Chancellor of burdwan university | newsfront.co
উপাচার্য ঘেরাও। নিজস্ব চিত্র

অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে ক্যাম্পাসে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। কয়েক ঘন্টার পর আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। পড়ুয়াদের অভিযোগ, জুলাই মাসে ভর্তি শুরু হলেও সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি অথচ ঘোষণা হয়ে গিয়েছে পরীক্ষার দিন।

দ্বিতীয়ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফল ঠিক সময়ে প্রকাশিত হয় না। তার মাশুল দিতে হয় ছাত্রছাত্রীদের। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় নিয়মিত বহিরাগতদের বেড়েই চলেছে।

আরও পড়ুনঃ ইমেজিং-ম্যাপিং চালু করেছে কার্টোস্যাট-৩, জানাল ইসরো

চতুর্থত, বিশ্ববিদ্যালয় হোস্টেলগুলির ঘরের ছাদের অবস্থা তথৈবচ। ঘরের ছাদ থেকে নিয়মিত জল পড়ে। ছাত্রদের বক্তব্য, ভর্তি শেষ হওয়ার দু’মাসের মধ্যে পরীক্ষা কিভাবে সম্ভব– তার উত্তর দিতে হবে। জানুয়ারিতে হয়েছে পরীক্ষার দিন। পরীক্ষা পিছানোর দাবি তুলেছেন পড়ুয়ারা।

অবশেষে রাত প্রায় সাড়ে নটা নাগাদ বৈঠক শুরু হয়। জট খুলতেই এই বৈঠক। তবে শীতের রাতে এভাবে খোলা আকাশের নিচে উপাচার্যকে ঘেরাও করা কতখানি সংগত তা নিয়েও প্রশ্ন উঠছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here