বাঙলার ‘ভোট পরবর্তী হিংসা’র ছবি বলে চালানো হচ্ছে উড়িষ্যার পুরনো ভিডিও,ধরা পড়ল ফ্যাক্ট চেকে

0
459

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

বাংলায় ভোটের পুলিশ আক্রান্ত উন্মত্ত জনতার হাতে, এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সে ভিডিও যে আদৌ বাংলার নয়, উড়িষ্যার পুরোনো একটি ঘটনার ভিডিও তা জানিয়ে দিল alt news এর ফ্যাক্ট চেক।

 

⬆️ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলায় পুলিশ আক্রান্ত।

বাংলার বিধান সভা ভোটের ফল বেরোতে দেখা ২১৩ টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, মাত্র ৭৭ টি আসন দখল করতে পেরেছে গেরুয়া শিবির। এরপরেই শুরু হয়ে যায় ভোট পরবর্তী হিংসার খবর। বিরোধী দলগুলি থেকে ক্রমান্বয়ে দাবি করা হতে থাকে তাদের বাড়িঘর , পার্টি অফিস ভাঙচুর করেছে শাসক দল, লুটপাট চলছে,অন্তত ১৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। বিরোধী দলগুলি এজন্য দায়ী করে তৃণমূলের ‘বিজয়োল্লাস’কেই। বিরোধীদের এই দাবিকে অস্বীকার করা হয় তৃণমূলের তরফে।এই আগুনে কার্যত ঘি ঢালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একের পর এক ছবি ভিডিও।

 

⬆️ ভিডিওটি বাস্তবে উড়িষ্যার; নিশ্চিত করছে- kalingatv.com

সর্বোপরি সাম্প্রদায়িক উষ্কানীমূলক মন্তব্য ও পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে যায়। উড়িষ্যার ভিডিওটি পোস্ট করে একটি টুইটে দাবি করা হয় ‘ পুলিশ নিজেই আক্রান্ত সংখ্যালঘু টিএমসি গুন্ডাদের হাতে, সেনা মোতায়েন করা হোক বাংলায়’।

 

অবশেষে, alt news জানায় এটি আদৌ বাংলার ভিডিও নয়, অনেক পুরোনো উড়িষ্যার একটি ঘটনার ভিডিও। উড়িষ্যার একটি সংবাদ মাধ্যম জানায় ভিডিওটি ভদ্রক জেলার আলীনগরের ঘটনা, তাদের সংস্থার সম্প্রচার করা ভিডিও। যেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলার হিংসার ঘটনা বলে প্রচার করা হচ্ছে। অভিযোগের আঙ্গুল উঠেছে গেরুয়া শিবিরের দিকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here