সরষের মধ্যেই ভূত, বিশ্বভারতীর আন্দোলন রুখতে উপাচার্যের দাওয়াই-এর ভিডিও ফাঁস

0
52

পিয়ালী দাস, বীরভূমঃ

আবারো বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্বভারতীর বাণিজ্য বিভাগের ছাত্র ফাল্গুনী পান। অভিযোগ বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন রুখতে রীতিমত রাজনৈতিক দলের কায়দায় বাইক বাহিনী দিয়ে ছাত্রদের উপর ওষুধ প্রয়োগের বার্তা দেন। এ কেমন উপাচার্য যিনি শিক্ষার প্রাঙ্গণে দুষ্কৃতীদেরকে নির্দেশ দিচ্ছেন ছাত্ররা বদমাশি করলে তাদেরকে শায়েস্তা করার বিধান দিচ্ছেন।

ফাইল চিত্র

দুষ্কৃতীদের পান্ডা অচিন্ত্য বাগদীর সাথে বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একটি কথোপকথনের ভিডিও আমাদের হাতে এসেছে (যদিও এই ভিডিও ক্লিপসের সত্যতা যাচাই করেনি নিউজফ্রন্ট)। সেখানে দেখা যাচ্ছে উপাচার্য অচিন্ত্য বাগদীকে বলছেন আমাকে ছবিগুলো সব দিও উত্তরে অচিন্ত্য বলছে দাম সমেত আপনাকে কাল পাঠিয়ে দেবো উপাচার্য বলছেন ওষুধ দিয়ে দাও উত্তরে অচিন্ত্য বাগদী জানায় আপনার গ্রিন সিগন্যাল না পেলে আমি তো কিছু করতে পারি না। আবার উপাচার্য বলছেন কালকে একটু এসো অচিন্ত্য সাড়ে তিনটের সময় ওরা ছাত্ররা নিশ্চয়ই বদমাইশি করার চেষ্টা করবে এরপর অচিন্ত্যকে উপাচার্য ফের বলছেন তোমরা বাইক বাহিনী নিয়ে চলে এসো। অচিন্ত্য পাল্টা বলছে এখনই মেরে দিয়ে আসব ছেলের ছেলে গুলোকে। উপাচার্য এবং অচিন্ত্য বাগদির এই কথোপকথনগুলো সন্ধ্যাবেলায় মোমবাতি মিছিল চলার সময় হয়েছে বলে ভিডিওতে দেখা যাচ্ছে। ৮ ই জানুয়ারি বিশ্বভারতীতে সিএএ এবং এনআরসি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল। বিশ্বভারতীর উপাচার্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে কিন্তু সেদিন শ্রমিক সংগঠন গুলির এনআরসির বিরোধিতা করে ধর্মঘটে সামিল হয়েছিল পাশাপাশি বিশ্বভারতী ছাত্রছাত্রীরা এনআরসি ও সিএএ নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ এবং সংঘের মুখপত্র স্বপন দাশগুপ্তের আলোচনা সভা বয়কটের ডাক দেয়।

ছাত্রদের অভিযোগ ৮ জানুয়ারির আগের দিন সন্ধ্যেবেলায় মোমবাতি মিছিল থেকে বাইক বাহিনীর পান্ডা অচিন্ত্য বাগদিকে একেবারে ঠান্ডা মাথায় বিশ্বভারতীর উপাচার্য ছাত্র আন্দোলনকে ঘুরিয়ে দিতে যেভাবে নির্দেশ দিচ্ছেন তা বাঘা বাঘা রাজনৈতিক নেতাদেরকেও হার মানাচ্ছে। বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ বলেন ১৫ ই জানুয়ারি ছাত্রদের উপর উপাচার্যের নির্দেশমতো সুপরিকল্পিত ভাবে হামলা চালায় তাতে দুজন ছাত্র গুরুতর জখম হয় এই হামলা থেকে স্পষ্ট বিশ্বভারতীতে ছাত্রদেরকে ওষুধের মাধ্যম দিয়ে উপাচার্য বুঝিয়ে দিতে চাইছেন তিনি আদৌ বিশ্বভারতীতে গুরুদেবের ঐতিহ্য বহন করতে আসেননি। তিনি এসেছেন কেবলমাত্র বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করতে। আগামী সোমবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে বিশ্বভারতী জুড়ে কয়েক হাজার ছাত্র-ছাত্রী প্রতিবাদের মিছিলে শামিল হবে। বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন একটি ভিডিও ছাত্রদের তরফে শান্তিনিকেতন থানায় দেওয়া হয়েছে এবং অভিযোগ করা হয়েছে। পুলিশ সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে বিশ্বভারতীতে ছাত্র হামলার ঘটনায় তিন অভিযুক্ত অচিন্ত্য বাগদি, সুলভ কর্মকার, সাব্বির আলীকে শনিবার আদালতে তুললে বিচারক দশদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে অচিন্ত্য বাগদির সাথে কথোপকথনের বিষয়টি নিয়ে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকারকে জানতে চাওয়া হলে তিনি বলেন এই ধরনের ভিডিও সম্পর্কে তার কিছু জানা নেই।
প্রবীণ আশ্রমিক সুবোধ মিত্র জানিয়েছেন বলার ভাষা হারিয়ে ফেলছি একের পর এক লিখিত অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে থানায় দায়ের হচ্ছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here