দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন এগরায়

0
171

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়।বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের ও এগরা পশ্চিম চক্রের অন্তর্গত চোরপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়।

শ্রদ্ধাজ্ঞাপন। নিজস্ব চিত্র

এই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কয়েক কিলোমিটার স্থানীয় এলাকায় পরিক্রমা করে। স্কুলের ছাত্রছাত্রীরা বিদ্যাসাগরের লেখা নানা কবিতা, সাহিত্য ও জীবনী পাঠ করে। শিক্ষকেরা বিদ্যাসাগরের জীবনের বহু অবদান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের কাছে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন।তারপর বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানস দাস।

শোভাযাত্রা। নিজস্ব চিত্র

তিনি বলেন, “মেদিনীপুর জেলা নানান ভাবে পরিক্ষীত।ব্রিটিশদের উপরে আমরা চোখে চোখ রেখে কথা বলেছি। নারীশিক্ষার প্রসার ঘটিয়েছে বিদ্যাসাগর।” তিনি আরও বলেন, “বিদ্যাসাগর প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ ছিলেন। নিজের লক্ষ্য থেকে বিদ্যাসাগর পিছু হঠেননি।আরও কয়েকশো বছর আমাদের বিদ্যাসাগরের কথা ভাবতেই হবে। তবে ছাত্রছাত্রীদের উপযুক্ত মানুষ হতে হবে।”

নিজস্ব চিত্র

চোরপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার পাহাড়ী জানান, বিদ্যাসাগরের জন্মদিবসে স্কুলে মূর্তি উন্মোচন করা হতো। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা পিছিয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দাদের এবং অভিভাবকদের সহযোগিতায় এ দিন স্কুলে এই প্রথম বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হয়। স্বাভাবিকভাবে সকলেই খুশী। স্কুল সূত্রের খবর, এ দিন বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানস দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ মণ্ডল, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, চোরপালিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নির্মলেন্দু জানা, জুমকি গ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী পণ্ডিত, উপ-প্রধান উদয়শংকর সর, চোরপালিয়া গ্রাম শিক্ষা কমিটির সভাপতি অঞ্জলি রাজ, জেলা প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি নিলকান্ত অধিকারী, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সভাপতি বিমলেন্দু দাস ও স্কুল পরিচালনা কমিটির সদস্য বিদ্যুৎ মহাপাত্র- সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন চোরপালিয়া বাসন্তী বিদ্যাপীঠের সহ- শিক্ষক দেবব্রত চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here