সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
বিশ্বের অনেক দেশেই করোনা সংক্রমন যখন ঊর্ধ্বমুখী, বাড়ছে মৃত্যুর হারও তখন শুরু থেকেই সাবধান হয়ে ফল পেয়েছে ভিয়েতনাম। এখানে গোড়ার দিকে যখন সংক্রমনের হার ছিল কম, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলেছে। বর্তমানে সেখানে আক্রান্তের সংখ্যা তিনশোর কিছু বেশি এবং মৃতের সংখ্যা শূন্য। যেখানে জনসংখ্যা ৯ কোটি ৭০ লক্ষ। এতো লোক বসতি থাকা স্বত্বেও করোনা সাথে লড়াই করে আজ জয়ের পথে ভিয়েতনাম।
বিবিসি নিউজের অ্যানা জোন্স লিখেছেন কীভাবে ‘বাড়তি’ পদক্ষেপ নিয়ে ভাইরাস মোকাবিলায় সফল হয়েছে ভিয়েতনাম। বিশেষজ্ঞদের মতে, ভিয়েতনাম গোড়ার থেকেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছিল তাই সংক্রমণের হার এতো কম। ভিয়েতনামের থেকে অন্য দেশগুলোর শিক্ষা নেওয়ার উচিত বলেও জানান তারা। এখন অন্য অনেক দেশে সংক্রমণ ক্রমশই বেড়ে ভয়ানক রূপ ধারণ করছে।
আরও পড়ুনঃ বন্ধু ভারতকে ভেন্টিলটর দান, টুইটে ঘোষণা ট্রাম্পের
আর এই নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনেক ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। অনেক ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়েছে। এবিষয়ে ভিয়েতনামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য গবেষণা বিষয়ক অংশীদার সংস্থার ড. টড পোলাক বলেছেন যে, “যখন এধরনের অজানা ও সম্ভাব্য বিপদজনক একটা জীবাণুর বিরুদ্ধে আপনি লড়াইয়ে নেমেছেন, তখন বাড়াবাড়ি প্রতিক্রিয়া অনেক ভাল।‘ ২০২০ সালের শুরুতেই, যখন একজনেরও রোগ শনাক্ত হয়নি, তখনই ভিয়েতনাম সরকার চরম পর্যায়ে পদক্ষেপ নেওয়া শুরু করে দেয়। আজ তার জন্যই আজ একজন করোনাতে বলি হয়নি।
আরও পড়ুনঃ সংক্রমন রোধে ব্যর্থ ট্রাম্প দিশেহারা, চিনের সাথে চুক্তি না মানার ইঙ্গিত
হো চি মিন সিটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল রিসার্চ ইউনিটের পরিচালক এবং সরকারের সংক্রামক ব্যাধি কর্মসূচিতে কর্মরত অধ্যাপক থোয়েটস্ বলছেন, ব্যাপক পরিসরে মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো এই সাফল্যের পেছনে একটা বড় কারণ। কেননা যত মানুষ সংক্রমিত হয়েছিল তথ্য প্রমাণে দেখা গেছে তাদের অর্ধেকের রোগের লক্ষণ ছিল না, কিন্তু তাদের শরীরে ভাইরাস ছিল অর্থাৎ তারা ছিল যাদের বলা হচ্ছে ‘অ্যাসিম্পটোমেটিক’ ।
ভিয়েতনামে দেশ জুড়ে কখনই লকডাউন করা হয়নি, কিন্তু কোথাও গুচ্ছ সংক্রমণের খবর আসলেই কর্তৃপক্ষ তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে এবং ব্যাপকমাত্রায় কোয়ারেন্টাইন করা হয়েছে। এখানে সরকার এবং দেশটির মানুষ সংক্রামক রোগ মোকাবিলায় অনেক বেশি অভ্যস্ত, ধনী দেশগুলোর থেকে এ ব্যাপারে তারা সম্ভবত অনেক বেশি অভিজ্ঞ। তারা জানে কীভাবে এগুলো মোকাবেলা করতে হয়।“ তাই পুরো লকডাউন না করেও আজ করোনা প্রতিরোধে সফল লাতিন আমেরিকার এই ছোট্ট দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584