কলকাতা দর্শন- সর্বানী বেগম

0
223

কলকাতা দর্শন -সর্বানী বেগম

লেখিকা সর্বাণী বেগম

কলকাতার পথে হাঁটতে গিয়ে ‘সিটি অফ জয়’ অভিধাটা বুকে ছ্যাঁকা দেয়৷ ফুটপাথ ধরে হাঁটতে গিয়ে যখন দেখি একটি শিশুর থালায় ভাত খাচ্ছে আর তার গা ঘেঁষে বসে থাকা কুকুরের মুখে লালা ঝরছে৷ আনন্দ যেন হঠাৎ এসে থমকে যায় ঐ ভাতের থালায়৷ গোটা কলকাতাটাকেই কেমন যেন জাদুঘর মনে হয়৷ মানুষই এখনে দ্রষ্টব্য এবং দর্শক৷ এখানে জনস্রোত কোথাও ঘোলাটে৷ কোথাও স্বচ্ছ৷ এক দল হাতে থালা নিয়ে দাঁড়ায় ফুটপাথের সার বাঁধা দোকান গুলোতে, আর এক দল ঢুকে যায় কোনো রেঁস্তরায় কাঁচের দরজা ঠেলে৷ শিয়ালদায় চানাচুর ভাজার মত হরেক মানুষের ভীড়৷ একটা ভীড় আর একটা ভীড়কে ঠেলে ছড়িয়ে পড়ে শহরের অলিতে গলিতে৷
ফুটপাথেই যে সব মানুষ গুলো বাসস্থান গড়ে তুলেছে তাদের জীবন যাত্রার পাশে দাঁড়ালে একটা দীর্ঘশ্বাস ঠেলে বেরিয়ে আসতে চায় বুক ঠেলে৷ পেপারে দেখলাম রাজ্য সরকার এদের জন্যে আবাসন গড়ে তুলতে চলেছে৷ কিন্তু এই ব্যবস্থা কী পর্যাপ্ত হবে? কত জন পাবে এই সুবিধা? শহরের সব ফুটপাথ খালি করতে পারবে কি? একগাদা প্রশ্ন এসে ভীড় করে৷ সমাধানের পরিকল্পনাও ঘুরতে থাকে মাথার ভেতর৷ রাজ্যের কত কত জায়গায় ছড়িয়ে রয়েছে ভেস্টেড ল্যান্ড৷ সেই সব জায়গায় এদের সরিয়ে নিয়ে গিয়ে কিছু শিল্প গড়ে এদের কর্ম সংস্থান করা যেতে পারে না? সরকারি এই সব শিল্প মাধ্যম থেকে সরকারের আয় বৃদ্ধি পেলে ক্ষতি কী? ভাবনার আগল খুলে বেরোতে থাকে নানা ভাবনা-চিন্তা৷ তবু কলকাতা রয়ে যায় কলকাতাতেই৷ ইমারতের কলকাতা মুচকি মুচকি হাসে আর তাকায় ফুটপাথের কলকাতার দিকে৷ অসম জীবনযাত্রার ভোজবাজি নিয়ে কলকাতার বুকে রাত নামে, সকাল হয়৷ রাতের বাতাসে গুলিয়ে ওঠে দামী মদ আর পাতি মদের অাজব গন্ধ৷
বড় রাস্তায় গাড়ি ছোটে কাঁধে মানুষ চাপিয়ে৷ মানুষ মানুষ গন্ধ ওঠে সারা শহর জুড়ে৷ এত যে মানুষ দেখি কলকাতার রাস্তায়, সবই কি মানুষ? শহরটাকে কেমন যেন চিড়িয়াখানা মনে হয়৷ রাস্তায় রাস্তায় সিগনাল গাড়ি সামলাচ্ছে৷ আসলেতো গাড়ি নয় মানুষ সামলাচ্ছে৷
কলকাতার পথে হাঁটতে হাঁটতে মনে হয়, এ শহর যেন ধুঁকছে৷ হাঁপাচ্ছে৷ কোনো সুশ্রূষা পাচ্ছে না প্রয়োজন মত৷ এক ধোঁয়া, এত দূষণ প্রাণবায়ু বিষিয়ে তুলছে অনবরত৷’আনন্দ নগরী’ তার বরায়ু নিয়ে শতাব্দী পেরোচ্ছে৷ আরও আরও শতাব্দী পেরোবে হয়তো৷ কিন্তু কলকাতার জনজীবনের অসমতা কি মুছে যাবে? ‘আনন্দ নগরী’র আনন্দ যজ্ঞে সকলেই কি নিমন্ত্রণ পাবে? কলকাতা দেখতে দেখতে কত প্রশ্ন এসে ঠাঁই নেয় মনের কোণে৷ উত্তর গুলো শুধু অধরাই রয়ে যায়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here