নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুরে এক মন্দিরের কালী মূর্তির চোখ দিয়ে জল পড়া ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গত দুদিন ধরে বহরমপুরের কৃষ্ণমাটি এলাকার ছয়ঘড়ি পূর্বপাড়া চরক মন্দিরে এই ঘটনা দেখা গেছে ।
সোমবার খবর পেয়ে মন্দিরে পৌঁছায় বিজ্ঞান মঞ্চের এক প্রতিনিধি দল। বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সজল বিশ্বাস বলেন, ঘটনাটি মানুষের ভ্রান্ত ধারণা। তেলঘাম বা গ্লিসারিন ঝরে ওই রকম জল পড়ছে বলেই ভক্তরা মনে করছেন যে, মা কাঁদছেন।
এই বিষয়ে মন্দিরের পুরোহিত রতন চক্রবর্তী বলেন, শনিবার রাত্রি থেকে কালী মায়ের ডান চোখ দিয়ে জল পড়ছে।রাত্রি বেলায় বেশি জল পড়ছে।
আরও পড়ুনঃ বইমেলায় কোচবিহারের রাজাকে অসম্মানের অভিযোগ
এলাকায় একটি মন্দির ভেঙে বাড়ি তৈরি হয়েছে বলেই মা কালী কাঁদছেন বলে স্থানীয় মানুষ মনে করছেন ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584