কবির হোসেন, মুর্শিদাবাদঃ
শুক্রবার সালার ডাকবাংলার প্রাঙ্গনে সালার ব্লক কিষান ক্ষেত মজদুর সেলের উদ্যোগে কেন্দ্র সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহারকে বিজয় দিবস হিসেবে পালন করে। সালার ব্লক কিসান ক্ষেতমজুর সেল এই প্রসঙ্গে সালার ডাকবাংলো প্রাঙ্গণে শুক্রবার বিজয় উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনোয়ারুল ইসলাম আনির এবং সালার ব্লক কিসান ক্ষেতমজুর সেলের সভাপতি রউফ শেখ এবং জুল শেখ। সভার শুরুতে সালার ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে নেতা-নেত্রীরা দলে দলে মিছিল করে সভা প্রাঙ্গণে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বিধায়ক হুমায়ুন কবির ও মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলা যুব সভাপতিকে এই উপলক্ষে স্মারক দিয়ে বরণ করে নেয় ব্লক নেতৃবৃন্দ। কৃষকের বিরুদ্ধে কেন্দ্র সরকার অন্যায়ভাবে আইন প্রবর্তন করেছিলেন এবং কৃষকদের আন্দোলনের সামনে তা প্রত্যাহার করে নিয়েছে।
আরও পড়ুনঃ একবছরে ১ কোটির অধিক মানুষকে সহায়তা প্রদান, টুইট করে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
তিনি কৃষকদের অভিনন্দন জানান, তাদের আন্দোলনের ভূয়শী প্রশংসা করেন। বহরমপুর জেলা যুব সভাপতি আনোয়ারুল ইসলাম আনির বলেন যে কৃষকদের দীর্ঘ আন্দোলন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই উপলক্ষে সাধারণ নেতা থেকে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584