নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দেশব্যাপী স্বচ্ছতা দক্ষতা এবং নির্ভরযোগ্যতার প্রশ্নে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিযোগিতায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা তৃতীয় স্থান অর্জন করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ২০ ডিসেম্বর সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির বেদিমূলে এই পুরস্কার বিতরণ করলেন।
মুর্শিদাবাদ জেলার ২৭টি থানার মধ্যে ফারাক্কা একটি। জনসংযোগের ক্ষেত্রে এই থানার ভূমিকা উল্লেখ যোগ্য।ফারাক্কা থানার আই সি উদয় শংকর ঘোষ জানালেন, তিনি অত্যন্ত গর্বিত, খুশি যে ফারাক্কা থানা সেরা তিনে স্থান অধিকার করেছে। জনগনের সহযোগিতা, ভালোবাসাকে সাধুবাদ জানায় যার ব্যতীত কোনোদিনই সম্ভব হত না।সেরা থানা বিবেচনায় প্রথম রাজস্থানের বিকানিরের একটি থানা,দ্বিতীয় আন্দমানের একটি থানা এবং তৃতীয় মুর্শিদাবাদের ফারাক্কা থানা।ফারাক্কা এক সময় অরাজকতা, অপরাধমুলক কাজকর্মে ভরপুর ছিল। বর্তমানে তার অনেকটাই নাশ হয়েছে আই সি উদয় শঙ্কর ঘোষের তৎপরতায় বলে দাবী স্থানীয় এক বাসিন্দা বাবলু ঘোষের।
তাই আজ যখন আই সি ফিরলেন ভোর থেকে প্রায় পাঁচ-সাতশো লোক সংবর্ধনা দিতে স্টেশনে জমায়েত হয়েছিলেন।স্টেশন থেকে বেশ কিছু টোটো রিক্সা সাজিয়ে শোভাযাত্রা করে ওনাকে নিয়ে এলেন থানায়।ফারাক্কার মানুষ অত্যন্ত খুশি এবং গর্ববোধ করছেন এমন একজন আইসি কে পেয়ে।ওনারা চাইছেন আগামী দিনেও যেন এইরকম একজন অফিসার আসেন থানায় যাতে আজ যে আইসির কারণে ফারাক্কার এত পরিবর্তন হয়েছে সেটা বজায় থাকে।
আরও পড়ুন: গোপন অভিযানে ষাট লিটার চোলাই উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584