ফুল-মিষ্টি সহযোগে বিজয়ার শুভেচ্ছা জানাল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ

0
51

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

দীপাবলির প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং জেলা পরিষদের কর্মচারীদের ফুল ও মিষ্টি সহযোগে বিজয়ার শুভেচ্ছা জানানো হলো।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস।

vijaya subaya of district president | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি জানান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে পুজো পরিক্রমাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। শহরকেন্দ্রিক পুজো পরিক্রমা ও গ্রামীণ এলাকার পুজো পরিক্রমা-এই দুটি ভাগ ধরা হয়েছে। এ দিন দেবব্রত বাবু জানান, আমরা মূলত গ্রামীণ এলাকার পুজোকে প্রাধান্য দিয়েছি। গ্রামীণ এলাকার সেরা প্রতিমায় প্রথম পাঁশকুড়া কেশাপাট সার্বজনীন, দ্বিতীয় পটাশপুর দইতলা বাজার সার্বজনীন, যুগ্মভাবে তৃতীয় মহিষাদল মাইকো ও নিউস্টার চৈতন্যপুর।

vijaya subaya of district president | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া সেরা প্যান্ডেলে প্রথম হয়েছে পটাশপুর-টিকরাপাড়া রবীন্দ্র ইউনাইটেড, দ্বিতীয় নন্দকুমার স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটি, যুগ্মভাবে তৃতীয় মহিষাদল সানডে ও মারিশদা সপ্তর্ষি।

সবার সেরায় প্রথম চন্ডীপুর কালিকাখালি ইউথ ফোরাম, দ্বিতীয় পটাশপুর রেনবো এথেলেটিক্স, যুগ্মভাবে তৃতীয় ভগবানপুর গোয়ালাপুকুর সার্বজনীন ও পুরনো দীঘা ব্যবসায়ী সমিতি। বিশেষ পুরস্কার কাঁথি-১ বাদলপুর সার্বজনীন দুর্গোৎসব ও নন্দীগ্রাম জোয়ারভরা। পুর এলাকায় সেরা প্রতিমায় প্রথম হলদিয়া হাজরা মোড় মৈত্রীভূমি, দ্বিতীয় তমলুক নটি বয়, তৃতীয় এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন।

আরও পড়ুনঃ দুশো বছরের পুরনো খাঁ পুরের জয়কালী পুজো নিয়ে উচ্ছ্বসিত ভক্তকুল

vijaya subaya of district president | newsfront.co
জয়ী ক্লাবের নাম ঘোষণা পর্ব। নিজস্ব চিত্র

এছাড়াও সেরা প্যান্ডেলে প্রথম কাঁথি নান্দনিক, দ্বিতীয় এগরা নবরুপ, যুগ্মভাবে তৃতীয় কাঁথি চৌরঙ্গী রিক্রিয়েশন ও তমলুক নিউ ব্রাইটস্টার। সবার সেরায় প্রথম হয়েছে কাঁথি ইউথ গিল্ড, দ্বিতীয় তমলুক ইউথ স্পোর্টিং ও তৃতীয় হয়েছে হলদিয়া বাসুদেবপুর মঞ্জুশ্রী ক্ষুদিরাম সংঘ।

এর পাশাপাশি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজনও ছিল এ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সহকারী সভাধিপতি শেখ সুপিয়ান, জেলার সচিব অমলেন্দু সমাদ্দার, জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস, নারী ও শিশু কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান, মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অনুরাধা নন্দগোস্বামী, কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ শাজাহান আলি, জেলার মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায়, এবং কো-মেন্টর হাবিবুর রহমান প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here