মুনিরুল তারেক, বাংলাদেশঃ
বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ হয়েছেন ভারতীয় বিদেশ সেবা কর্মকর্তা বিক্রম কুমার দুরাইস্বামী। গতকাল বৃহস্পতিবার দেশটির বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিক্রম কুমার বর্তমানে বিদেশ মন্ত্রকের (এমইএ) অতিরিক্ত সচিব। তিনি শিগগিরই ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ বাংলাদেশ-ভারত যাতায়াতে নতুন যেসব শর্ত মানতে হবে যাত্রীদের
দুরাইস্বামী এর আগে কোরিয়া প্রজাতন্ত্রের ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে উজবেকিস্তানেও নিযুক্ত ছিলেন। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (আইএফএস) যোগদান করেন ১৯৯২ সালে। সরকারি চাকরিতে যোগদানের আগে তিনি সাংবাদিকতা করেছেন।
বিক্রম কুমার দুরাইস্বামী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং চীনা ও উর্দুতে কথোপকথন করতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584